পূর্ব মেদিনীপুরতমলুকপূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ার গোবিন্দনগর গ্রাম পঞ্চায়েতের জয়কৃষ্ণপুরে কংসাবতীর স্লুইস গেট ভেঙে জল ডুকছে মেদিনীপুর ক্যানেলে। মেদিনীপুর ক্যানেলের পাশেই রয়েছে জয়কৃষ্ণপুর এলাকা। ইতিমধ্যে প্রশাসনের তরফ থেকে …
পূর্ব মেদিনীপুর
তমলুক
পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ার গোবিন্দনগর গ্রাম পঞ্চায়েতের জয়কৃষ্ণপুরে কংসাবতীর স্লুইস গেট ভেঙে জল ডুকছে মেদিনীপুর ক্যানেলে। মেদিনীপুর ক্যানেলের পাশেই রয়েছে জয়কৃষ্ণপুর এলাকা। ইতিমধ্যে প্রশাসনের তরফ থেকে জয়কৃষ্ণপুর কংসাবতী খালের পাশে থাকা স্থানীয় মানুষদের অন্যত্র সরে যাওয়ার জন্য অনুরোধ করছেন। শুক্রবার পূর্ব মেদিনীপুর জেলার অতিরিক্ত জেলাশাসক সৌভিক চট্টোপাধ্যায়, পাঁশকুড়ার বিডিও ধেনধূপ ভুটিয়া ও পাঁশকুড়া থানার আইসি আশীষ মজুমদার এলাকা পরিদর্শনে যান। ইতিমধ্যে প্রশাসনের তরফ থেকে স্লুইস গেটের কাজ শুরু করা হয়েছে।লোহার চাঁদর এনে জলকে বন্ধ করার চেষ্টা চলছে।যদি স্থানীয়দের অভিযোগ,কোথায় যাব? প্রশাসনের তরফ থেকে থাকার ও খাওয়ার কোন ব্যবস্থা করেনি।গতকাল থেকে না খেয়ে রয়েছি। প্রশাসন শুধু আসছে আর বারবার বলছেন সরে যান। পূর্ব মেদিনীপুর জেলার জেলাশাসক তানবীর আফজল জানান কংসাবতী নদীতে জলস্তর বেড়ে যাওয়া এবং কয়েক দিন ধরে টানা বৃষ্টির ফলে দীর্ঘদিন ধরে মেরামতি না হওয়া সুইসগেট ভেঙে যায় ফলে বেশ কিছু এলাকায় জল ঢুকতে শুরু করেছে। ইতিমধ্যেই এলাকার মানুষজনকে সরে যাওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন তৎপর রয়েছে।