Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

গান্ধীজীর জন্ম দিবসে ভারতীয় জনতা পার্টির কর্মসূচি নন্দাইগাজনে

বাবলু বন্দ্যোপাধ্যায়।  কোলাঘাটসারা ভারতবর্ষ জুড়ে গান্ধীজীর ৪৫৪ তম জন্ম দিবস নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করা হচ্ছে।  ভারতীয় জনতা পার্টির অন্যতম সংগঠন পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট সংখ্যালঘু মোর্চার উদ্যোগে নন্দাইগাজন স্বাস্…



বাবলু বন্দ্যোপাধ্যায়।  কোলাঘাট

সারা ভারতবর্ষ জুড়ে গান্ধীজীর ৪৫৪ তম জন্ম দিবস নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করা হচ্ছে।  ভারতীয় জনতা পার্টির অন্যতম সংগঠন পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট সংখ্যালঘু মোর্চার উদ্যোগে নন্দাইগাজন স্বাস্থ্য কেন্দ্রে, পরিষ্কার পরিছন্নতা ও রোগীদের ফল বিতরণ কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালন করা হল। কর্মসূচিতে উপস্থিত ছিলেন তমলুক সাংগঠনিক জেলার সংখ্যালঘু মোর্চার সভাপতি শেখ সাদ্দাম হোসেন , জেলার সহ-সভাপতি দেবব্রত পট্টনায়ক, শম্পা মাইতি, রাজিব জৈন, লক্ষীকান্ত খাড়া ,সহ ব্লক স্তরের নেতৃত্ব। উপস্থিত নেতৃত্বরা জানান প্রধানমন্ত্রী সেবামূলক কর্মসূচি  ঘোষণা করেছে সারা ভারতবর্ষ জুড়ে তাকে সামনে রেখেই হসপিটালের মুমূর্ষ রোগীদের ফল-দান থেকে শুরু করে হসপিটাল চত্বর পরিষ্কার পরিচ্ছন্নতার কর্মসূচি নেওয়া হয়েছে, আগামী দিনে পরিষ্কার পরিচ্ছন্নতার কর্মসূচি চলবে বলে জানান সংখ্যালঘু মোর্চার সভাপতি শেখ সাদ্দাম হোসেন। সেই সঙ্গে সংগঠনের পক্ষ থেকে ডাক্তার ও নার্সদের হাতে গীতা বই তুলে দেওয়া হয়।