বাবলু বন্দ্যোপাধ্যায় মেচেদাবাঙালির শ্রেষ্ঠ উৎসবের প্রাক্কালে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট শিল্প শহর মেচেদা যোগেন্দ্র সভা গৃহে লোককৃতি ও লোকপথ পত্রিকার উদ্যোগে সাহিত্য আড্ডায় মাতল কবি থেকে সাহিত্যিকরা। বর্তমান পাঠকদের কাব্য প্…
বাবলু বন্দ্যোপাধ্যায় মেচেদা
বাঙালির শ্রেষ্ঠ উৎসবের প্রাক্কালে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট শিল্প শহর মেচেদা যোগেন্দ্র সভা গৃহে লোককৃতি ও লোকপথ পত্রিকার উদ্যোগে সাহিত্য আড্ডায় মাতল কবি থেকে সাহিত্যিকরা। বর্তমান পাঠকদের কাব্য প্রীতি শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখেন হরপ্রসাদ সাহু, নীলোৎপল জানা, সুকুমার মাইতি, দেবাশীষ প্রধান, কৃতি সুন্দর পাল, গোবিন্দ বারিক, আবু রাইহান জেলার এক ঝাঁক কবি ও সাহিত্যিক। প্রত্যেকেই বাংলার সাহিত্যচর্চার উপর নিজেদের সুচিন্তিত মতামত ব্যক্ত করেন। শারদীয়ার বিশেষ সংখ্যা দুটি পত্রিকার পক্ষ থেকে প্রকাশ করা হয়।