Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

মহিলা সংরক্ষণ বিল কে মান্যতা দিয়ে ওবিসি ও তৃতীয় লিঙ্গের সংরক্ষণ রাখার দাবি বামপন্থী মহিলা সংগঠনের

বাবলু বন্দোপাধ্যায়।    কোলাঘাটদীর্ঘ ২৭ বছর পর সংসদে মহিলা সংরক্ষণ বিল পাস হয়েছে, গীতা মুখার্জির দাবি তোলা এই মহিলা সংরক্ষণ ২৯ এর লোকসভা নির্বাচনে নয়, ২৪ এর লোকসভা নির্বাচন থেকে যাতে কার্যকরী ভূমিকা নিতে পারে তার দাবি করলেন ভার…



বাবলু বন্দোপাধ্যায়।    কোলাঘাট

দীর্ঘ ২৭ বছর পর সংসদে মহিলা সংরক্ষণ বিল পাস হয়েছে, গীতা মুখার্জির দাবি তোলা এই মহিলা সংরক্ষণ ২৯ এর লোকসভা নির্বাচনে নয়, ২৪ এর লোকসভা নির্বাচন থেকে যাতে কার্যকরী ভূমিকা নিতে পারে তার দাবি করলেন ভারতের কমিউনিস্ট পার্টির মহিলা সংগঠনের রাজ্য সম্পাদিকা শ্যামাশ্রী দাস। রবিবার পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটের ভোগপুরে দলীয় কর্মসূচিতে এসে জানালেন অটল বিহারী বাজপেয়ির মন্ত্রিসভায় মহিলা সংরক্ষণ বিল নিয়ে সোচ্চার হয়েছিলেন প্রয়াত সাংসদ গীতা মুখার্জী, যে দাবি নিয়ে তিনি সংসদে বারংবার দাবি জানিয়ে এসেছিলেন সেই দাবি আজ বাস্তব রূপ নিয়েছে। এই সংরক্ষণের মধ্যে ওবিসি ও তৃতীয় লিঙ্গের সংরক্ষণের ব্যবস্থা করার দাবি করা হয়েছে সংগঠনের পক্ষ থেকে। তিনি জানান আজও মহিলারা সঠিক বিচার পায়নি কামদুনি তার জল জ্যান্ত প্রমাণ। ধর্ষিতার বিচার ঠিকমতো পেল না তার পরিবার। অবাক লাগে নিম্ন আদালতের রায়, মহামান্য হাইকোর্টের এক রায়, আকাশ পাতাল পার্থক্য। দোষীরা উপযুক্ত শাস্তি পাক মহিলা সংগঠনের পক্ষ থেকে দাবি করা হচ্ছে। কর্মসূচিতে উপস্থিত ছিলেন গণ আন্দোলনের নেতা নিরঞ্জন ঘড়া, নির্মল বেরা, শ্রমিক নেতা নবেন্দু ঘড়া, গৌতম পন্ডা, কল্যাণী কমিল্লা সহ জেলা স্তরের নেতৃত্ব।