Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপন গদ্য কবিতা শিরোনাম _প্রশ্ন কলমে- ইলা বক্সী ২১/০৯/২০২৩
একটা বেহিসেবি সম্পর্কে জড়িয়ে ভালো থাকার যে রস আস্বাদন করছিআকন্ঠ ! তোমার অপরিমিত প্রশ্রয় আমাকে আরো লাগামহীন করছে ! শরীরের প্রতি খাঁজে তোমার উষ্ণতার ছোঁয়া পাও…

 


সৃষ্টি সাহিত্য যাপন 

গদ্য কবিতা 

শিরোনাম _প্রশ্ন 

কলমে- ইলা বক্সী 

২১/০৯/২০২৩


একটা বেহিসেবি সম্পর্কে জড়িয়ে 

ভালো থাকার যে রস আস্বাদন করছি

আকন্ঠ ! তোমার অপরিমিত প্রশ্রয় আমাকে 

আরো লাগামহীন করছে ! শরীরের প্রতি খাঁজে 

তোমার উষ্ণতার ছোঁয়া পাওয়ার বেপরোয়া  ইচ্ছে 

আন্দোলিত করছে মনের আনাচ কানাচ !

তোমারও আমাকে নিবিড় করে জড়িয়ে নেওয়ার 

বাসনা  চোখে স্বচ্ছ ভাবে ধরা দিচ্ছে। 


তীব্র গতিতে বয়ে চলা সময় এর স্রোত বিচ্ছেদের 

কাঁটা তারের প্রাচীর গড়লে  ,,মনে থাকবে 

এই ঐকান্তিক মেল বন্ধন  ?


সব বৈধতার চুক্তি উপেক্ষা করে এই যে এক

পরকীয়া র আখ্যান রচিত হচ্ছে ,  দুটি অশান্ত

হৃদয় পরস্পরের ভালো থাকার যে রসদ 

সংগ্রহ করছে  মনে  থাকবে  ?  না পরকীয়া নামে

বয়ে যাবে সময়ের অতলে  ?


সামাজিক দরমার বেড়া  ভালো থাকা না থাকার

হিসেবের  খতিয়ান দেখবে এই বেহিসাবি সম্পর্কে ?