বাবলু বন্দ্যোপাধ্যায়। মেচেদাপূর্ব মেদিনীপুর জেলার মেছেদা সাহিত্য একাডেমীর উদ্যোগে মেচেদা শিশু উদ্যানে শনিবার 'পুজো সংখ্যার ভবিষ্যৎ' শীর্ষক এক আলোচনা সভায় অংশ নিল জেলার কবি সাহিত্যিকরা। অনুষ্ঠানের রবিরস্বর এবং সাহিত্যি…
বাবলু বন্দ্যোপাধ্যায়। মেচেদা
পূর্ব মেদিনীপুর জেলার মেছেদা সাহিত্য একাডেমীর উদ্যোগে মেচেদা শিশু উদ্যানে শনিবার 'পুজো সংখ্যার ভবিষ্যৎ' শীর্ষক এক আলোচনা সভায় অংশ নিল জেলার কবি সাহিত্যিকরা। অনুষ্ঠানের রবিরস্বর এবং সাহিত্যিক প্রমথনাথ মন্ডলের তিনটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন সাহিত্যিক সুকুমার মাইতি প্রশান্ত শেখর ভৌমিক, অনিল সামন্ত ,রমেশ চন্দ্র বেরা, নিরঞ্জন ঘড়া, আব্দুল মান্নান, বিধান চন্দ্র ঘোড়ই সহ বিশিষ্ট ব্যক্তিরা।