Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

মেচেদার রাজপথে চাষিরা জমি ফেরত এর দাবিতে মিছিল সংগঠিত করে আন্দোলনের পথে যাওয়ার হুঁশিয়ারি দিল প্রশাসনের বিরুদ্ধে

বাবলু বন্দ্যোপাধ্যায়।    মেচেদাপূর্ব মেদিনীপুর জেলার শহীদ মাতঙ্গিনী ব্লকের শহীদ মাতঙ্গিনী ব্লকের জাতীয় সড়ক কর্তৃপক্ষের ঘোষিত উদ্বৃত্ত জমি হিসাবে শান্তিপুর কাকডিহি গুলুডিয়া মৌজার প্রায় ২০০ বিঘা জমি ফেরতের দাবি নিয়ে চাষীরা এব…



বাবলু বন্দ্যোপাধ্যায়।    মেচেদা

পূর্ব মেদিনীপুর জেলার শহীদ মাতঙ্গিনী ব্লকের শহীদ মাতঙ্গিনী ব্লকের জাতীয় সড়ক কর্তৃপক্ষের ঘোষিত উদ্বৃত্ত জমি হিসাবে শান্তিপুর কাকডিহি গুলুডিয়া মৌজার প্রায় ২০০ বিঘা জমি ফেরতের দাবি নিয়ে চাষীরা এবার মেচেদার রাজপথে মিছিল করে শনিবার হুঁশিয়ারি দিল জমি ফেরত না দিলে তারা আগামী দিনে বড়সড়ো আন্দোলনের পথে যাচ্ছে। ইসকন মন্দির থেকে মিছিল শুরু করে সারা মেচেদা রাজপথ পরিক্রমা করার মধ্য দিয়ে চাষিরা জেলা  প্রশাসনের প্রতি ক্ষোভ প্রকাশ করতেও শোনা গেছে। হাইকোর্ট রায় দিয়েছিল জেলা প্রশাসন বিষয়টি গুরুত্ব সহকারে দেখে ব্যবস্থা নেবে কিন্তু তা এখনো পর্যন্ত কার্যকরী হয়নি বলে খবর। ওই এলাকার প্রায় ১০৭ জন জমি মালিক রয়েছে। কোলাঘাট থেকে হলদিয়া পর্যন্ত জাতীয় সড়ক তৈরি করার সময় সড়ক কর্তৃপক্ষ এই এলাকার স্টকইয়ার হিসাবে নিয়েছিল। পরে জাতীয় সরক কর্তৃপক্ষ উদ্বৃত্ত হিসাবে ঘোষণা করে। হাইকোর্টে দীর্ঘদিন মামলা চলার পর চাষীদের পক্ষেই রায় আছে। কিন্তু এখনো পর্যন্ত জমি হারানো চাষিরা তাদের প্রাপ্য জমি থেকে বঞ্চিত। মিছিলে নেতৃত্ব দেন জমি ফেরত  আন্দোলনের যুগ্ম আহবায়ক শ্রীকান্ত পাঁজা, তিমির কুমার আদক ও নারায়ণ চন্দ্র মাইতি সহ স্থানীয় নেতৃত্ব। নারায়ণ চন্দ্র মাইতি এক সাক্ষাৎকারে জানান পুজোর আগে মিছিল করে বার্তা দেওয়া হল প্রশাসনের কাছে তাদের  প্রাপ্য জমি ফিরে না পেলে পুজোর পর যারা বড়সড়ো আন্দোলনের পথে সামিল হচ্ছে।