নিজস্ব সংবাদদাতা, কেশপুর,পশ্চিম মেদিনীপুর...... স্বেচ্ছাসেবী সংগঠন মুগবসান টার্গেট ওয়েলফেয়ার সোসাইটি আয়োজিত "মেধা নির্বাচন পরীক্ষা ২০২৩" অনুষ্ঠিত হলো ছাত্র ছাত্রীদের উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে। সম্পূর্ণ সিলেবাস ভিত্ত…
নিজস্ব সংবাদদাতা, কেশপুর,পশ্চিম মেদিনীপুর...... স্বেচ্ছাসেবী সংগঠন মুগবসান টার্গেট ওয়েলফেয়ার সোসাইটি আয়োজিত "মেধা নির্বাচন পরীক্ষা ২০২৩" অনুষ্ঠিত হলো ছাত্র ছাত্রীদের উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে। সম্পূর্ণ সিলেবাস ভিত্তিক এই পরীক্ষা পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও হুগলি জেলার ২৭ টি পরীক্ষা কেন্দ্রে অনুষ্ঠিত হয় । এবারে এই পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৪৭৯৮ জন।এই পরীক্ষায় অংশগ্রহণকারী ৯৬ থেকে ১০০ শতাংশ প্রাপক পরীক্ষার্থীদের ৫০০ টাকা ব্যাগ মেডেল, ৯০ থেকে ৯৫ শতাংশ প্রাপকদের ২০০ টাকা ব্যাগ মেডেল, ৮০ থেকে ৮৯শতাংশ প্রাপকদের শরৎ সমগ্র ও মেডেল, ৭০ থেকে ৭৯ শতাংশ প্রাপকদের ২০০ টাকা মূল্যের গল্পের বই, ৬০ থেকে ৬৯ শতাংশ প্রাপকদের ৭০ টাকা মূল্যের বই, ৫০ থেকে ৫৯ শতাংশ প্রাপক পরীক্ষার্থীদের
কুইজ বই প্রদান করা হবে। প্রতি শ্রেণীর প্রথম, দ্বিতীয় তৃতীয় স্থান অধিকারীদের বিশেষ পুরস্কার পুরস্কৃত করা হবে। এছাড়াও বিশেষ আকর্ষণ হল পরীক্ষায় অংশগ্রহণকারী সমস্ত পরীক্ষার্থীদের সার্টিফিকেট প্রদান করা হবে। এই পরীক্ষার আরেকটি বিশেষত্ব হলো,ভবিষ্যতের কথা ভেবে নবম ও দশম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের ও এম আর সিটে উত্তরপত্র লেখার ব্যবস্থা ছিল।সোসাইটির কর্মকর্তা সেখ মনিরুল আলম জানান, "ছাত্রছাত্রীরা পড়াশোনা থেকে বিমুখ হয়ে যাচ্ছে। আমাদের প্রধান উদ্দেশ্য হলো ছাত্র ছাত্রীদের পড়াশোনার আগ্রহী করার সাথে সাথে মধ্য শিক্ষা পর্ষদের যে সিলেবাস আছে সেই জন্য সিলেবাস ভিত্তিক সম্পূর্ণ প্রশ্ন করা হয়েছে, যাতে করে ছাত্র-ছাত্রীরা নিজের ক্লাসের পরীক্ষার প্রস্তুতি নিয়ে নিতে পারে।"