Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

নৃত্যনীড় উদ্যোগে অনুষ্ঠিত হলো কাশ বাতাসে

নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর....... মেদিনীপুরের স্বনামধন্য নৃত্ সংস্থা নৃত্য নীড়ের উদ্যোগে বিদ্যাসাগর স্মৃতি মন্দিরের অনুষ্ঠিত হলো চতুর্থ বর্ষ "কাশ বাতাসে" অনুষ্ঠান। অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানান নৃত্য নীড়ের কর্ণাধার ন…

 


নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর....... মেদিনীপুরের স্বনামধন্য নৃত্ সংস্থা নৃত্য নীড়ের উদ্যোগে বিদ্যাসাগর স্মৃতি মন্দিরের অনুষ্ঠিত হলো চতুর্থ বর্ষ "কাশ বাতাসে" অনুষ্ঠান। অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানান নৃত্য নীড়ের কর্ণাধার নৃত্যশিল্পী রীমা কর্মকার। অনুষ্ঠানের শুরুতে ধূনূচি নাচ ,কাশ ফুল বরণের মধ্য দিয়ে মা দুর্গাকে স্বাগত জানানো হয়। এবারে কাশ-বাতাসে শারদ সম্মান প্রদান করা হয় পথ শিশুদের নিয়ে কাজ করে চলা সংগঠন প্রান্তিক-এর কর্ণাধার প্রজ্ঞা পারমিতা মন্ডলকে। অনুষ্ঠানে বিভিন্ন আঙ্গিকের নৃত্য পরিবেশন করেন নৃত্যনীড়ে ৬০ জনেরও বেশি শিক্ষার্থী।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত  ছিলেন বিশিষ্ট সমাজসেবী রুমা মন্ডল, সুজাতা সামন্ত দোলাই, সুদীপ কুমার খাঁড়া, জয়ন্ত মন্ডল,নরসিংহ দাস মুস্তাফিজুর রহমান,সুমন চ্যাটার্জী, নৃত্যশিল্পী ঈশিতা চ্যটার্জী,রাজনারায়ন দত্ত, রিয়া সেনগুপ্ত,বাচিক শিল্পী অমিয় পাল, রত্না দে, তপতী ঘোষ, নরোত্তম দে,কুমারেশ দে, আলোকচিত্রী প্রদীপ বসু, গৌতম দেব,প্রসূন দে ,নিশীথ দাস সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। উপস্থিত ছিলেন অলিগঞ্জ প্রাক্তনীর প্রতিনিধিরা।

অনুষ্ঠানে একক আবৃত্তি পরিবেশন করেন কুমারেশ দে। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশিষ্ট বাচিক শিল্পী অর্ণব বেরা। সব মিলিয়ে এক জমজমাট অনুষ্ঠানের মধ্য দিয়ে মা দুর্গার আগমনী বার্তা উপস্থাপিত হলো নৃত্য নীড়ের পক্ষ থেকে।