অরুণ কুমার সাউ, খেজুরী : মহালয়ার শুভ দিনে পুণ্য তিথিতে খেজুরী তথা জেলার অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন "জোনাকি চ্যারিটেবল ট্রাস্ট" এর এক গুচ্ছ কর্মসূচি পালিত হলো জোনাকির হেড অফিস ভাঙ্গণমারীতে । এদিন প্রাক্তন রাষ্ট্রপতি -বিজ্…
অরুণ কুমার সাউ, খেজুরী : মহালয়ার শুভ দিনে পুণ্য তিথিতে খেজুরী তথা জেলার অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন "জোনাকি চ্যারিটেবল ট্রাস্ট" এর এক গুচ্ছ কর্মসূচি পালিত হলো জোনাকির হেড অফিস ভাঙ্গণমারীতে । এদিন প্রাক্তন রাষ্ট্রপতি -বিজ্ঞানী -দার্শনিক ডক্টর এ.পি.জে আব্দুল কালাম সাহেব সম্পর্কে আলোচনা সভার আয়োজন করা হয়
।
তারপর বাল্যবিবাহ, শিশু পাচার, নারী নির্যাতন বিষয়ে ছাত্র - ছাত্রীদের সম্মুখে বিস্তারিত আলোচনা করা হয় । এই অনুষ্ঠানে আলোচনায় অংশগ্রহণ করেন আঞ্চলিক ইতিহাস গবেষক -বিশিষ্ট শিক্ষক মাননীয় সুদর্শন সেন , মধুমিতা মন্ডল, শ্রাবনী পাত্র, নাসিদা খাতুন, গুরুপদ কর সহ আরও অনেকে ।অনুষ্ঠানের শেষ প্রান্তে এসে দুঃস্থ ছেলে- মেয়েদের মুখে হাসি ফোটাতে পূজার নতুন পোশাক উপহার হিসেবে তুলে দেওয়া হয় । সমগ্ৰ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জোনাকির কর্ণধার সেক আসমত ।