Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

শব্দ দূষণ প্রতিরোধ এবং ডেঙ্গি নিয়ে প্রচারে জোর দিতে অনুরোধ পুজো উদ্যোক্তাদের, জানালেন তমলুকের মহকুমা শাসক বুদ্ধদেব পান

*পূর্ব মেদিনীপুর**তমলুক*
বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব। আর উৎসবে জোরে মাইক বাজিয়ে শিশু থেকে বয়স্ক মানুষ যাতে করে বিপদে না পড়ে সেদিকেই লক্ষ্য রাখার আবেদন জানালেন তমলুকের মহকুমা শাসক বুদ্ধদেব পান। রবিবার বিকেলে তাম্রলিপ্ত…

 *পূর্ব মেদিনীপুর*

*তমলুক*


বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব। আর উৎসবে জোরে মাইক বাজিয়ে শিশু থেকে বয়স্ক মানুষ যাতে করে বিপদে না পড়ে সেদিকেই লক্ষ্য রাখার আবেদন জানালেন তমলুকের মহকুমা শাসক বুদ্ধদেব পান। রবিবার বিকেলে তাম্রলিপ্ত পৌরসভার মহেন্দ্র স্মৃতি সদন হলে দুর্গা পুজো নিয়ে একটি সমন্বয় সভার আয়োজন করা হয়। সমন্বয় সভার মাধ্যমে তাম্রলিপ্ত পৌরসভা এলাকায় যেসব পুজো উদ্যোক্তারা রয়েছে তাদের প্রতিনিধিদের প্রশাসনের তরফ থেকে বিশেষভাবে অনুরোধ করা হয়, উৎসবে আনন্দ করুন, শব্দ দানব মানুষকে যেন গ্রাস করতে না পারে। পাশাপাশি কয়েক দিন আগে ব্যাপক বৃষ্টি হওয়ার ফলে বিভিন্ন এলাকায় জল জমে রয়েছে ফলে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বাড়ছে। তাই প্রতিটি পূজো মণ্ডপে সাধারণ মানুষকে সচেতন করতে মন্ডপে মন্ডপে ডেঙ্গি প্রতিরোধে পোস্টার টাঙ্গানো। পোস্টার গুলি পূজো উদ্যোক্তাদের হাতে তুলে দেন তাহলে তো পৌরসভার চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায়, তমলুকের মহাকুমা শাসক বুদ্ধদেব পান, তমলুক থানার আইসি শান্তনু মন্ডল সহ কাউন্সিলররা।