Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ডেঙ্গি রুখতে পূর্ব মেদিনীপুর জেলায় সাফাই অভিযানে সামিল পূর্ব মেদিনীপুর জেলার জেলাশাসক তানবীর আফজল সহ প্রশাসনিক আধিকারিকরা

*পূর্ব মেদিনীপুর*তমলুকচলতি বছর রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা অনেকটাই বৃদ্ধি পেয়েছে, পুজোর সময় তাই ডেঙ্গির প্রকোপ রুখতে এবং মশার উৎস নিধনে হাসপাতাল, স্বাস্থ্য কেন্দ্র, অফিস সহ জনবহুল এলাকার আবর্জনা সাফাইয়ে দুদিন ধরে অভিযান হয…


*পূর্ব মেদিনীপুর*

তমলুক

চলতি বছর রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা অনেকটাই বৃদ্ধি পেয়েছে, পুজোর সময় তাই ডেঙ্গির প্রকোপ রুখতে এবং মশার উৎস নিধনে হাসপাতাল, স্বাস্থ্য কেন্দ্র, অফিস সহ জনবহুল এলাকার আবর্জনা সাফাইয়ে দুদিন ধরে অভিযান হয়েছে পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে। দুদিন ধরে পূর্ব মেদিনীপুরের জেলার সব পুরসভা ও গ্রামীণ এলাকায় কর্মসূচি পালন হয়েছে বিভিন্ন এলাকায় কর্মসূচি পরিদর্শনে যান জেলাশাসক এবং স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা। সোমবার পূর্ব মেদিনীপুর জেলার তমলুক শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন জেলাশাসক তানবীর আফজল, মহকুমা শাসক বুদ্ধদেব পান, তাম্রলিপ্ত পৌরসভার চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায় সহ তাম্রলিপ্ত পৌরসভার স্বাস্থ্য দপ্তরের কর্মীরা। তাম্রলিপ্ত পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ড ১৬ নম্বর ওয়ার্ড এবং তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল পরিদর্শন করেন পূর্ব মেদিনীপুরের জেলাশাসক এবং তমলুক মহকুমা শাসক, তাম্রলিপ্ত পৌরসভার চেয়ারম্যান, তাম্রলিপ্ত মেডিকেল কলেজের অধ্যক্ষ শর্মিলা মল্লিক।।


পরিদর্শনের একটাই উদ্দেশ্য বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পূজার সময় এলাকার মানুষ একদিকে যেমন সচেতন থাকবেন অন্যদিকে রাজ্য সরকারের তরফ থেকে প্রশাসনিক আধিকারিকরা লক্ষ্য রাখবেন এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন আছে কিনা। সেই উদ্দেশ্য নিয়েই পূর্ব মেদিনীপুরের জেলাশাসকসহ প্রশাসনিক আধিকারিকরা সারা জেলা জুড়ে পরিষ্কার অভিযানে নেমেছে।