*পূর্ব মেদিনীপুর**তমলুক*
*কামদুনির নির্যাতিতদের পাশে থাকার বার্তা দিলেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। এদিন তমলুক সাংগঠনিক জেলার ডাকে মেছেদায় একটি গেস্ট হাউসে প্রশিক্ষণ কর্মশালায় এসে এমনি বার্তা দিলেন নন্দীগ্রামের বিধায়ক।*
শুভেন…
*পূর্ব মেদিনীপুর*
*তমলুক*
*কামদুনির নির্যাতিতদের পাশে থাকার বার্তা দিলেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। এদিন তমলুক সাংগঠনিক জেলার ডাকে মেছেদায় একটি গেস্ট হাউসে প্রশিক্ষণ কর্মশালায় এসে এমনি বার্তা দিলেন নন্দীগ্রামের বিধায়ক।*
শুভেন্দু উত্তর দিলো।
★কামদুনি রায় কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাচ্ছে মৌসুমিরা।
★সমবায়ে ৫০ কোটির দুর্নীতির অভিযোগে হাইকোর্টের নির্দেশে সাতসকালে আলিপুরদুয়ারে সিবিআই। একযোগে তিন জায়গায় হানা। চলছে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ।
★তদন্তে গাফিলতির অভিযোগ। রাতে কামদুনির পরিবারের সঙ্গে কথা বলতে যেতেই ক্ষোভের মুখে সিআইডি।
★ রাজ্যপালের সঙ্গে দেখা করতে দার্জিলিংয়ে যাচ্ছেন তৃণমূলের ৩ প্রতিনিধি দল। কলকাতায় ধর্নামঞ্চে অনড় অভিষেক।