ব্রেকিং
*পূর্ব মেদিনীপুর**তমলুক*
*পাঁশকুড়ার জয়কৃষ্ণপুরে ক্যানেলে জল ঢুকতে শুরু করেছিল। শনিবার সকালে সেখান থেকে প্রায় ৫কিমি দূরে মেদিনীপুর ক্যানেলের পাড় ভেঙে যায়। গোবিন্দ নগর গ্রাম পঞ্চায়েতের একাধিক গ্রাম জলে প্লাবিত হওয়ার আশঙ্কা …
ব্রেকিং
*পূর্ব মেদিনীপুর*
*তমলুক*
*পাঁশকুড়ার জয়কৃষ্ণপুরে ক্যানেলে জল ঢুকতে শুরু করেছিল। শনিবার সকালে সেখান থেকে প্রায় ৫কিমি দূরে মেদিনীপুর ক্যানেলের পাড় ভেঙে যায়। গোবিন্দ নগর গ্রাম পঞ্চায়েতের একাধিক গ্রাম জলে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। হুহু করে জল ঢুকতে শুরু করেছে।
এখনো পর্যন্ত্য বাঁধ মেরামতির কাজ শুরুই হয়নি। ক্ষোভ বাড়ছে এলাকাবাসিদের মদ্ধ্যে। যে জায়গায় বাঁধ ভেঙেছে তার বিপরীতে তমলুক মহকুমা শাসক বুদ্ধদেব পান, পাঁশকুড়ার বিডিও ধেনদূপ ভুটিয়া সহ আধিকারিকরা উপস্থিত রয়েছে। এলাকাবাসীর মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।*