Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

চারদিন মিড ডে মিল বন্ধ থাকায় অভিভাবকদের বিক্ষোভ। পাঁশকুড়ার বিডিওর আশ্বাসে উঠল বিক্ষোভ

তমলুক ,পূর্ব মেদিনীপুর,মিড ডে মিল নিয়ে কয়েক বছর ধরে সমস্যা পাঁশকুড়া পৌরসভার ১০নং ওয়ার্ডের সুরানানকার প্রাথমিক বিদ্যালয়ে। প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ঠিক মতো মিড ডে মিলের খাওয়ার দেওয়া হোতো না । গত চার দিন মিড ডে মিল…



তমলুক ,পূর্ব মেদিনীপুর,

মিড ডে মিল নিয়ে কয়েক বছর ধরে সমস্যা পাঁশকুড়া পৌরসভার ১০নং ওয়ার্ডের সুরানানকার প্রাথমিক বিদ্যালয়ে। প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ঠিক মতো মিড ডে মিলের খাওয়ার দেওয়া হোতো না । গত চার দিন মিড ডে মিল রান্না বন্ধ রয়েছে। এমনকি ছাত্রছাত্রীদের সাথে খারাপ আচরন করত পুরানো রাঁধুনিরা এমনটাই অভিযোগ অভিভাবকদের। সে কারনেই স্কুলের সামনে বিক্ষোভ দেখায় অভিভাবকরা।

বারবার এলাকার কাউন্সিলর থেকে শুরু করে পৌরসভার চেয়ারম্যানকে জানিয়েও কোনো সুরাহা হয়নি। 

ছাত্রছাত্রীরা একটু বেশি খাওয়ার চাইলে তাদের সাথে খারাপ আচরণ করতেন আগের রাঁধুনিরা বলে জানান অভিভাবকরা। 

যার ফলে তিন চারদিন ধরে বন্ধ মিড ডে মিলের রান্না। 

 পৌরসভার ১০নং ওয়ার্ডের অভিভাবকদের ক্ষোভ পৌরসভার চেয়ারম্যান নন্দকুমার মিশ্রর বিরুদ্ধে, বার বার অভিযোগ জানিয়েও কোনো সুরাহা হয়নি।যদিও অভিভাবকদের বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে আসেন পাঁশকুড়া ব্লকের বিডিও ধেনদূপ ভুটিয়া, তাকে ঘিরে গেট লাগিয়ে বিক্ষোভ দেখায় অভিভাবকরা। স্কুলের গেটের সামনেই অভিভাবকদের আশ্বাস দেন বিডিও, পাশেই রয়েছে সূরা মহামায়া বালিকা বিদ্যালয় , সেই স্কুলের রাঁধুনিরাই এবার থেকে পাশে থাকা প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মিড ডে মিলের রান্না করবেন যতদিন না এর সমস্যার সমাধান হয়। তাঁর পরেই বিক্ষোভ ওঠে।