Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

তৃণমূল মানেই চোর, তারাই আবার রাস্তায়, জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেপ্তার নিয়ে মন্তব্য শুভেন্দুর

*পূর্ব মেদিনীপুর**তমলুক*তমলুকঃ রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেপ্তারের পর বর্তমান খাদ্যমন্ত্রী রথিন ঘোষ ও তৃণমূল রাস্তায় নেমে বিক্ষোভ দেখানোর বিষয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন," তৃণমূল মা…

 


*পূর্ব মেদিনীপুর*

*তমলুক*

তমলুকঃ রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেপ্তারের পর বর্তমান খাদ্যমন্ত্রী রথিন ঘোষ ও তৃণমূল রাস্তায় নেমে বিক্ষোভ দেখানোর বিষয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন," তৃণমূল মানে চোর, রথিন ঘোষ তার বাইরে নয়,রথিন ঘোষের বাড়িতেও কয়েকদিন আগে গিয়েছিলো, নিয়োগ দূর্নীতিতে যুক্ত" পাশাপাশি  জ্যোতিপ্রিয় মল্লিকের অসুস্থতা নিয়ে শুভেন্দুবাবু বলেন, কিছু হয়নি ওসব নাটক। মিডেক্যাল রিপোর্টে কিছু নেই। উনার ডাইবেটিশ ছিলো এটা পুরানো রোগ। আর কিছু হয়নি। শনিবার রাতে তমলুকের রাধামনিতে কোজাগরী লক্ষ্মীপুজোর উদ্বোধনে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এমনই মন্তব্য করেন। এদিন তমলুকের রাধামনির পাশাপাশি ময়না ও হলদিয়ার একাধিক পুজোর উদ্বোধন করেন।


উদ্বোধন করে তিনি এলাকার মানুষকে বলেন, সরকারে থেকে এলাকায় এলাকায় প্রচুর উন্নয়ন করেছি। এখন আর উন্নয়ন চোখে পড়ে না। এলাকার মানুষ উন্নয়নের কথা আমার কাছে জানায়। আমি ক্ষমতায় না থাকলেও উন্নয়ন কিভাবে করতে হয় তা আমার জানা।  কাজ করার ইচ্ছা থাকলে কাজ করা যায়। আগে যেমন কাজ করেছি তেমনি আগামীদিনেও কাজ করবো। উদ্যোগ গ্রহন করলে অর্থের অভাব হবে না। এদিন ময়না,  তমলুক ও হলদিয়ায় শুভেন্দুর উদ্বোধন অনুষ্ঠানে মানুষের ভীড় ছিলো চোখে পড়ার মতো।।