Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাশিওপিয়া-সাহিত্য-পত্রিকা-সেরা-লেখনী-সম্মাননা

অপেক্ষা 
মধুপর্ণা বসু 
একটা অসম্ভব ইচ্ছে নিয়ে ফাঁকা ঘরটা সাজিয়ে রেখেছি....বাঁহাতি বারান্দায় আসন পাতা আছে,  রেকাবীতে আজও ইনকিলাব প্রেম শুকনো অবশেষ...পুরনো লাল বইয়ের গন্ধে মাতাল স্মৃতি প্রেম,মিছেই মাথা রেখেছিলাম বিশ্বাসে -রাজনীতিবিদ …

 


অপেক্ষা 


মধুপর্ণা বসু 


একটা অসম্ভব ইচ্ছে নিয়ে ফাঁকা ঘরটা 

সাজিয়ে রেখেছি....

বাঁহাতি বারান্দায় আসন পাতা আছে,  

রেকাবীতে আজও

 ইনকিলাব প্রেম শুকনো অবশেষ...

পুরনো লাল বইয়ের গন্ধে মাতাল স্মৃতি প্রেম,

মিছেই মাথা রেখেছিলাম বিশ্বাসে -

রাজনীতিবিদ তুমি, সঠিক সময় জানো

কখন স্তোকবাক্য দিয়ে আসন কায়েম রাখতে হয়;

চিনতে ভুল হল কতবার...

সেইতো ব্যাক স্টেজে হেরে যাওয়া মুখোশধারী,

কিন্তু, আশা ভেঙে গুঁড়িয়ে গিয়েও মরেনা,

আজও পুরনো বইয়ের কয়েকটি ঘুন ধরা পাতা 

ছিঁড়ে শুদ্ধ করেছি অগ্নিপরীক্ষার ছলে

সেটাই মহাকাব্য মেনেছি, বারবার।

  ৬/১০/২৩