Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাশিওপিয়া-সাহিত্য-পত্রিকা-সেরা-লেখনী-সম্মাননা

নগ্ন🌷🌷🌷🌷
সুস্মিতা মুখার্জী৫.১০.২৩✍🏻️✍🏻️✍🏻️✍🏻️✍🏻️✍🏻️✍🏻️✍🏻️✍🏻️✍🏻️✍🏻️
বৃষ্টিভেজা রাতে চাঁদ উঠতে দেখেছি আমি,রোমশ স্পর্শে কালচক্রের বাঁকা চাউনিআমি যদি হতাম শুক বা সন্ধ্যা তারা...মৃত্যু গুনতামশান্তি দিতামশান্ত হতাম।অকারণ …


 নগ্ন
🌷🌷🌷🌷

সুস্মিতা মুখার্জী

৫.১০.২৩

✍🏻️✍🏻️✍🏻️✍🏻️✍🏻️✍🏻️✍🏻️✍🏻️✍🏻️✍🏻️✍🏻️


বৃষ্টিভেজা রাতে চাঁদ উঠতে দেখেছি আমি,

রোমশ স্পর্শে কালচক্রের বাঁকা চাউনি

আমি যদি হতাম শুক বা সন্ধ্যা তারা...

মৃত্যু গুনতাম

শান্তি দিতাম

শান্ত হতাম।

অকারণ ভয়ে থমথমে চলন

আড়াল থেকে দেখছো'

যা বুঝছো, না বোঝা তার চেয়ে ঢের বেশি।

টুকরো টুকরো মৃত্যুর কবর আর খুঁড়বোনা 

ধান ভানার গানে নতুন নবান্নের সূচনা করবো,

উৎসর্গীকৃত মহানুভবতার মুখোশ সরিয়ে সত্যের আলোয় নগ্ন করবো অসত্যের মুখ।