Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

CAT পরীক্ষার আগে শেষ ২০ দিনে কী করা উচিত: এক সার্বিক রিভিশন নির্দেশিকা : জানাচ্ছেন আনঅ্যাকাডেমি এডুকেটর লোকেশ আগরওয়াল

দেবাঞ্জন দাস; ১৫ নভেম্বর:    ভারতের এমবিএ উচ্চাকাঙ্ক্ষীদের জন্য সবচেয়ে প্রতিযোগিতামূলক এবং প্রার্থিত এনট্রান্স পরীক্ষা হল CAT (কমন অ্যাডমিশন টেস্ট)। সেই বড় দিনটার আর মাত্র ২০ দিন বাকি আছে। এই সময়ে একটা সুগঠিত পরিকল্পনা থাকা আবশ্য…



দেবাঞ্জন দাস; ১৫ নভেম্বর:    ভারতের এমবিএ উচ্চাকাঙ্ক্ষীদের জন্য সবচেয়ে প্রতিযোগিতামূলক এবং প্রার্থিত এনট্রান্স পরীক্ষা হল CAT (কমন অ্যাডমিশন টেস্ট)। সেই বড় দিনটার আর মাত্র ২০ দিন বাকি আছে। এই সময়ে একটা সুগঠিত পরিকল্পনা থাকা আবশ্যিক, যাতে আপনি বাকি সময়টার সর্বাধিক সদ্ব্যবহার করতে পারেন। এই লেখায় আমরা আপনাকে ধাপে ধাপে তৈরি হওয়ার একটা কৌশল বুঝিয়ে দেব, যা আপনাকে CAT পরীক্ষায় সফল হতে সাহায্য করবে।


পর্যায় ১ (১-১৫ দিন) পরীক্ষার সময় ধরে মক টেস্ট দিন: প্রথম ধাপ হল মক টেস্ট দেওয়া অভ্যাস করা। আসল পরীক্ষার টাইম স্লট ধরেই এই টেস্টগুলো দিন যাতে পরীক্ষার সময় এবং পরিস্থিতি আপনার অভ্যাস হয়ে যায়। প্রত্যেক বিভাগে আপনার পারফরম্যান্স বিশ্লেষণ করুন, যাতে শক্তি আর দুর্বলতাগুলো চিহ্নিত করা যায়।


বিষয়ভিত্তিক প্রস্তুতি: CAT-এ যেসব প্রধান জায়গাগুলো ঘনঘন পরীক্ষা করা হয় সেগুলোর উপরে জোর দিন। প্রতিদিন প্যারাজাম্বল, প্যারাগ্রাফ সামারি, অড ওয়ান আউট এবং ক্রিটিকাল রিজনিং থেকে ২০-২৫টা প্রশ্নের উত্তর দেওয়া অভ্যাস করায় সময় ব্যয় করুন। এছাড়া রোজ ২-৪টে RC প্যাসেজের সমাধান করুন। রোজ ২-৩টে LRDI সেটের সমাধান করায় সময় দিন। আগের বছরের লজিকাল রিজনিং ও ডেটা ইন্টারপ্রিটেশনের প্রশ্নের উত্তর দিন। কোয়ান্টিটেটিভ এবিলিটির জন্য পাটিগণিত, বীজগণিত আর জ্যামিতিতে মনোযোগ দিন। কিন্তু নাম্বার সিস্টেম আর আধুনিক অঙ্কে অবহেলা করবেন না। যদি একটা সহজ/মৌলিক প্রশ্ন আসে, তার উত্তর আপনার দিতে পারা উচিত। রোজ ২০-৩০টা কোয়্যান্ট প্রশ্নের উত্তর দেওয়ার লক্ষ্য স্থির করুন। নিজের অগ্রগতির মূল্যায়ন করতে নিয়মিত সেকশনাল টেস্ট দেওয়া নিশ্চিত করুন।


পর্যায় ২ (১৬-২০ দিন) চূড়ান্ত কাউন্টডাউন: রিভিশন ও ফর্মুলার তালিকা: সবকটা বিষয় আগাগোড়া পড়ুন এবং দ্রুত দেখে নেওয়ার জন্যে ফর্মুলাগুলোর একটা তালিকা তৈরি করুন। যেসব বিষয় নিয়ে আপনার আত্মবিশ্বাস কম সেগুলো আবার পড়ুন। এই স্তরে নতুন বিষয় পড়তে শুরু করা এড়িয়ে যাওয়াই ভাল।


পরীক্ষার সময়ে: কঠিন প্রশ্নগুলোর উত্তর দেওয়ার আগে সহজ আর মোটামুটি কঠিন প্রশ্নগুলোর উপরে জোর দিন। গোটা পরীক্ষায় মনোযোগ বজায় রেখে স্রেফ অমনোযোগের ফলে যে ভুলগুলো হয় সেগুলো এড়ানোর চেষ্টা করুন। ভাল করে বুঝতে প্রশ্নগুলো ভাল করে পড়ুন।


সামগ্রিক দৃষ্টিভঙ্গি এবং নিজের যত্ন নেওয়া: CAT পরীক্ষার আগের শেষ কটাদিন একটা ভারসাম্যযুক্ত পড়ার সময় সারণী বজায় রাখুন, যাতে তিনটে সেকশনেই সমান সময় দেওয়া যায়। একবার পড়তে বসে দীর্ঘক্ষণ পড়াশোনার করার অভ্যাস তৈরি করুন যাতে আসল পরীক্ষায় আপনার ধৈর্যের উন্নতি হয়। যথেষ্ট বিশ্রাম নেওয়া নিশ্চিত করুন, ভাল করে খাওয়াদাওয়া করুন আর যথেষ্ট পরিমাণ পানীয় খান। শেষ কয়েক দিনে নিজের উপরে বেশি চাপ দেবেন না।


------ লেখক: লোকেশ আগরওয়াল, CAT পরীক্ষার জন্য আনঅ্যাকাডেমি এডুকেটর