বাবলু বন্দ্যোপাধ্যায়। কোলাঘাটভারতীয় জনতা পার্টির কোলাঘাট ব্লকের পুলশিটা অঞ্চল বিজেপির সহযোগিতায় রবিবার দেউলিয়া হীরারাম হাইস্কুলে বিজয়া সম্মেলনের আয়োজন করা হয়। এই সম্মেলনে পুলশিটা অঞ্চলের প্রত্যেকটি বুথ থেকে কর্মী সমর্থক…
বাবলু বন্দ্যোপাধ্যায়। কোলাঘাট
ভারতীয় জনতা পার্টির কোলাঘাট ব্লকের পুলশিটা অঞ্চল বিজেপির সহযোগিতায় রবিবার দেউলিয়া হীরারাম হাইস্কুলে বিজয়া সম্মেলনের আয়োজন করা হয়। এই সম্মেলনে পুলশিটা অঞ্চলের প্রত্যেকটি বুথ থেকে কর্মী সমর্থকরা উপস্থিত হয় বলে অঞ্চল বিজেপির পক্ষ থেকে বলা হয়েছে। উপস্থিত ছিলেন তমলুক সাংগঠনিক জেলা বিজেপির সহ সভাপতি দেবব্রত পট্টনায়ক, জেলা সংখ্যালঘু মোর্চার সভাপতি শেখ সাদ্দাম হোসেন, রাজ্য কমিটির সদস্য শ্যামল মাইতি, কোলাঘাট পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা শিবু প্রামানিক, জেলা কমিটির সম্পাদক প্রসেনজিৎ সরকার সহ ব্লক স্তরের নেতৃত্ব। পুলশিটা অঞ্চলের পঞ্চায়েত নির্বাচনের জয়ী আটজন সদস্য ও সদস্যা ও উপস্থিত ছিলেন।