Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সারা বাংলা সাহিত্য সম্মেলন মেচেদায়

বাবলু বন্দোপাধ্যায়।   কোলাঘাটরাজ্যের বিভিন্ন স্থান থেকে শতাধিক কবি ও সাহিত্যিকদের নিয়ে রবিবার শহীদ মাতঙ্গিনী ব্লকের শ্রীধর মিলন মন্দির গ্রন্থাকারে রেনুকা সাহিত্য পত্রের  উদ্যোগে সারা বাংলা সাহিত্য সম্মেলন এর আয়োজন করা হয়। সাহ…



বাবলু বন্দোপাধ্যায়।   কোলাঘাট

রাজ্যের বিভিন্ন স্থান থেকে শতাধিক কবি ও সাহিত্যিকদের নিয়ে রবিবার শহীদ মাতঙ্গিনী ব্লকের শ্রীধর মিলন মন্দির গ্রন্থাকারে রেনুকা সাহিত্য পত্রের  উদ্যোগে সারা বাংলা সাহিত্য সম্মেলন এর আয়োজন করা হয়। সাহিত্যের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন মনোরঞ্জন খাঁড়া, সুকুমার মাইতি, প্রফুল্ল পাল ,অনন্যা বন্দ্যোপাধ্যায়, রাজকুমার পন্ডা, সুকুমার রুদ্র। অনুষ্ঠানে কবিতা পাঠের মধ্য দিয়ে গুরুত্ব বাড়িয়ে তুলে অনিল সামন্ত, দেবাশীষ প্রধান, দুরন্ত বিজলী, প্রমূখ। এবছরের শারদ সংখ্যা প্রকাশিত করা হয়।