Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

শিলদা কলেজে রক্তদাতা উদ্বুদ্ধকরণ শিবির

নিজস্ব সংবাদদাতা,শিলদা,ঝাড়গ্রাম...... শিলদা চন্দ্রশেখর কলেজের জাতীয় সেবা প্রকল্পের উদ্যোগে বিশ্ব এইডস দিবসকে সামনে আগামী ১ লা ডিসেম্বর তারিখে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে।
এই শিবিরকে সফল করে তোলার জন্য রক্তদাতাদের উৎসাহিত ক…


নিজস্ব সংবাদদাতা,শিলদা,ঝাড়গ্রাম...... শিলদা চন্দ্রশেখর কলেজের জাতীয় সেবা প্রকল্পের উদ্যোগে বিশ্ব এইডস দিবসকে সামনে আগামী ১ লা ডিসেম্বর তারিখে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে।

এই শিবিরকে সফল করে তোলার জন্য রক্তদাতাদের উৎসাহিত করতে মঙ্গলবার কলেজের সভাকক্ষে অনুষ্ঠিত হলো একটি 'রক্তাদাতা উদ্বুদ্ধকরণ  শিবির'।এই শিবিরে মোট ২৮৪ জন ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন। শিবিরের সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ ড. সুশান্ত কুমার দোলাই। এই শিবিরে বক্তব্য রাখেন জাতীয় সেবা প্রকল্পের উপদেষ্টা কমিটির সদস্য ড. সুজাতা তিওয়ারি,অধ্যাপক শক্তিপদ শিট ও প্রোগ্রাম অফিসার ড. সুশান্ত দে।

সমগ্র শিবিরটি পরিচালনা করেন প্রোগ্রাম অফিসার অধ্যাপক ফটিক চন্দ্র অধিকারী।এছাড়াও কলেজের সমস্ত অধ্যাপক- অধ্যাপিকা ও শিক্ষাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।