বাবলু বন্দ্যোপাধ্যায়। তমলুকরাতের অন্ধকারে কোলাঘাটের রূপনারায়ন নদের তীরবর্তী এলাকায় দুষ্কৃতীরা বিষক্রিয়ায় মাছ ধরার আতঙ্কগ্রস্ত কোলাঘাট ব্লকের ১৩ টি অঞ্চলের মানুষজন। এলাকার মানুষদের সুরক্ষার বিষয়ে ভারতীয় জনতা পার্টি কোল…
বাবলু বন্দ্যোপাধ্যায়। তমলুক
রাতের অন্ধকারে কোলাঘাটের রূপনারায়ন নদের তীরবর্তী এলাকায় দুষ্কৃতীরা বিষক্রিয়ায় মাছ ধরার আতঙ্কগ্রস্ত কোলাঘাট ব্লকের ১৩ টি অঞ্চলের মানুষজন। এলাকার মানুষদের সুরক্ষার বিষয়ে ভারতীয় জনতা পার্টি কোলাঘাট ব্লক অফিসে ডেপুটেশনের মাধ্যমে বিডিওর কাছে এর পূর্ণাঙ্গ তদন্ত করার দাবি করল বৃহস্পতিবার বিকেলে। এই দাবির সঙ্গে আইসিডিএস এর নতুন বরাদ্দ তালিকা, নতুন রেশন কার্ড বিলির তালিকা, ত্রিপল বিলির পূর্ণাঙ্গ তথ্য প্রকাশ সহ আরো বেশ কয়েকটি দাবি রয়েছে বলে জানানো হয়েছে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে। কোলাঘাট ব্লকের ১৩ টি অঞ্চলের পদাধিকারীরা ডেপুটেশনের উপস্থিত হয়ে এ বিষয়ে প্রশাসন পদক্ষেপ না নিলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে যাবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন। নেতৃত্ব দিতে দেখা যায় বিজেপি নেতা দেবব্রত পট্টনায়ক ,বাদল মাইতি ,শিশির মন্ডল, শেখ সাদ্দাম হোসেন, প্রসেনজিৎ সরকার প্রমুখ নেতৃত্বদের।