Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

রবীন্দ্র স্মৃতি সমিতির বিজয়া সম্মিলনী

নিজস্ব সংবাদদাতা,মেদিনীপুর..... মেদিনীপুর রবীন্দ্র স্মৃতি সমিতির উদ্যোগে বিজয়া সম্মিলনী অনুষ্ঠিত হলো রবীন্দ্র নিলয় সভাগৃহে। রবীন্দ্রনাথ ঠাকুরের মর্মর মূর্তিকে মাল্যদানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানে সমিতির পক্ষে স…

 


নিজস্ব সংবাদদাতা,মেদিনীপুর..... মেদিনীপুর রবীন্দ্র স্মৃতি সমিতির উদ্যোগে বিজয়া সম্মিলনী অনুষ্ঠিত হলো রবীন্দ্র নিলয় সভাগৃহে। রবীন্দ্রনাথ ঠাকুরের মর্মর মূর্তিকে মাল্যদানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানে সমিতির পক্ষে সবাইকে স্বাগত জানান সমিতির সাধারণ সম্পাদক লক্ষণ চন্দ্র ওঝা। অনুষ্ঠানে রবীন্দ্র স্মৃতি সমিতির সঙ্গীত শিক্ষা বিভাগের শিক্ষার্থীরা সহ অন্যান্য সদস্য-সদস্যাবৃন্দ ও অতিথি শিল্পীরা এদিনের সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন। আবৃত্তি, সঙ্গীত, নৃত্যের মাধ্যমে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপিত হয়। এদিন সমিতির উদ্যোগে প্রকাশিত হয় " কবি প্রণাম" পত্রিকা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সভাপতি জগবন্ধু অধিকারী, সঙ্গীত শিল্পী জয়ন্ত সাহা, সাহিত্যিক বিদ্যুৎ পাল,বাচিক শিল্পী অমিয় পাল, মালবিকা পাল, নাট্যপ্রেমী অঞ্জন শিকদার, সংস্কৃতিপ্রেমী সুজিত কুমার দে , সঙ্গীত শিল্পী রথীন দাস সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। অনুষ্ঠান শেষে আয়োজকদের তরফে উপস্থিত সবাইকে মিষ্টি মুখ করানো হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন অমিয় পাল। অনুষ্ঠান সুষ্ঠু ভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান সমিতির সাধারণ সম্পাদক লক্ষণচন্দ্র ওঝা।