বাবলু বন্দ্যোপাধ্যায়। তমলুকপূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের জঁফুলি ও টোপা ড্রেনেজ খাল সংস্কারের জন্য গত ৪ঠা সেপ্টেম্বর ওয়ার্ক অর্ডার ইস্যু হলেও কবে সংস্কারের কাজ শুরু হবে তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। বরাদ্দ হয়েছে ৫৫ লক্…
বাবলু বন্দ্যোপাধ্যায়। তমলুক
পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের জঁফুলি ও টোপা ড্রেনেজ খাল সংস্কারের জন্য গত ৪ঠা সেপ্টেম্বর ওয়ার্ক অর্ডার ইস্যু হলেও কবে সংস্কারের কাজ শুরু হবে তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। বরাদ্দ হয়েছে ৫৫ লক্ষ ৫৯ হাজার ৯৫৭ টাকা। খাল সংস্কারের সময়সীমা ধার্য করা হয়েছে ৯০ দিন। কার্যত আড়াই মাস পূর্বে জেলা পরিষদের অতিরিক্ত নির্বাহী আধিকারিক তথা এডিএম (জেডপি)সংশ্লিষ্ট ঠিকাদারকে ওয়াক অর্ডার দিলেও এখন কোন কাজের অগ্রগতি হয়নি বলে অভিযোগ । অন্যদিকে টোপা ড্রেনেজ খানের টেন্ডার নোটিশ করে টেন্ডার আহবান করা হলেও প্রথম টেন্ডারে কোন ঠিকাদার কাজ করার জন্য আবেদন করেনি। দ্বিতীয়বারের জন্য ইতিমধ্যে আবেদন করা হয়েছে। টেন্ডার প্রক্রিয়াই সম্পন্ন হয়নি অর্থাৎ কাজ কবে শুরু হবে তা নিয়ে কার্যত ধোঁয়াশা দেখতে শুরু করেছে সংশ্লিষ্ট এলাকার এই খালের উপর নির্ভরশীল চাষিরা। অবিলম্বে দুটি খালের কাজ শুরু করার দাবি নিয়ে শুক্রবার জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিকের সাথে বন্যা ভাঙ্গন প্রতিরোধ কমিটির এক প্রতিনিধি দল দেখা করে। প্রতিনিধি দলের জেলা যুগ্ম সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক জানান মূলত চাষীদের ক্ষেত্রে দুটি খাল মুখ্য ভূমিকা বহন করে। এ ব্যাপারে আলোচনার জন্য সভাধিপতিও সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারদের সাথে কথা বলা হয়েছে। আশ্বাস পাওয়া গেছে এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে।