বাবলু বন্দ্যোপাধ্যায়। তমলুকস্মার্ট মিটার বাতিলের দাবি নিয়ে এবার পথে নামতে দেখা গেল সিপিএমের গণসংগঠনগুলিকে। পূর্ব মেদিনীপুর জেলার শহীদ মাতঙ্গিনী ব্লকের মেচেদা রেলস্টেশনের কাছে বিভিন্ন দাবি নিয়ে শুক্রবার অবস্থান বিক্ষোভ ও ড…
বাবলু বন্দ্যোপাধ্যায়। তমলুক
স্মার্ট মিটার বাতিলের দাবি নিয়ে এবার পথে নামতে দেখা গেল সিপিএমের গণসংগঠনগুলিকে। পূর্ব মেদিনীপুর জেলার শহীদ মাতঙ্গিনী ব্লকের মেচেদা রেলস্টেশনের কাছে বিভিন্ন দাবি নিয়ে শুক্রবার অবস্থান বিক্ষোভ ও ডেপুটেশনের কর্মসূচি নিল। সেই সঙ্গে রেলের বেসরকারিকরণের বিরুদ্ধেও সোচ্চার হতে দেখা গেল। সারা ভারত কৃষক সভা, ক্ষেতমজুর ইউনিয়ন, সি আই টি ইউ কোলাঘাট ও শহীদ মাতঙ্গিনী ব্লক কমিটির পক্ষ থেকে এই কর্মসূচি নেওয়া হয়েছিল বলে জানান কোলাঘাট ব্লকের এরিয়া কমিটির সম্পাদক সিদ্ধার্থ রাউত। কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অমল কুইলা, কাঞ্চন মুখার্জি, ফরিদ আলী, চিত্ত খান সহ প্রমুখ নেতৃত্ব। রেলের স্টেশন মাস্টারের কাছে একটি স্মারকলিপি তুলে দেন সংগঠনের নেতৃত্বরা।