Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ভারতীয় খনিজ উত্তোলন কোম্পানিগুলোকে নেট জিরোতে পৌঁছতে সাহায্য করতে নিজের খনিজ উত্তোলন ক্ষমতা প্রদর্শন করল অস্ট্রেলিয়া

দেবাঞ্জন দাস; কলকাতা, ৯ নভেম্বর : কলকাতায় ৬-৯ নভেম্বর ২০২৩ অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল মাইনিং, ইকুইপমেন্ট অ্যান্ড মিনারেলস (IME) একজিবিশন ২০২৩-এর ১০ম সংস্করণে ফোকাস দেশ হিসাবে অংশগ্রহণ করেছে অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়ার খনিজ উত্তোলন শিল্…



দেবাঞ্জন দাস; কলকাতা, ৯ নভেম্বর : কলকাতায় ৬-৯ নভেম্বর ২০২৩ অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল মাইনিং, ইকুইপমেন্ট অ্যান্ড মিনারেলস (IME) একজিবিশন ২০২৩-এর ১০ম সংস্করণে ফোকাস দেশ হিসাবে অংশগ্রহণ করেছে অস্ট্রেলিয়া।


অস্ট্রেলিয়ার খনিজ উত্তোলন শিল্পের সবচেয়ে বড় সংগঠন অস্টমাইন, ট্রেড ইনভেস্টমেন্ট কুইনসল্যান্ড, ইনভেস্টমেন্ট এনএসডব্লিউ এবং পশ্চিম অস্ট্রেলিয়ার সরকার সমেত ৩০টা অস্ট্রেলিয় কোম্পানি IME 2023 প্রদর্শনীতে অংশগ্রহণ করছে। তারা মাইনিং, ইকুইপমেন্ট, টেকনোলজি অ্যান্ড সার্ভিসেস (METS)-এ অস্ট্রেলিয়ার বিশ্বব্যাপী নেতৃত্ব প্রদর্শন করছে।

এই প্রদর্শনীতে অস্ট্রেলিয় অংশগ্রহণের মধ্যে আছে পরামর্শদান, সন্ধান, খনিজ উত্তোলন তথ্যপ্রযুক্তি, হাইলি প্রোডাক্টিভ সিস্টেমস, বেনিফিসিয়েশন, পুনর্ব্যবহার, গুণমান, সুরক্ষা, ইন্ডাস্ট্রি ৪.০ এবং জ্ঞানার্জনের মত নানা ক্ষেত্রের অস্ট্রেলিয় METS সংস্থাগুলো। এরা ভারতীয় খনিজ উত্তোলন শিল্পকে নেট জিরোর দিকে এগিয়ে যেতে সাহায্য করবে।

অস্ট্রেলিয় অংশগ্রহণ সম্পর্কে মিস ডেনিস ইটন, ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কমিশনার, অস্ট্রেলিয়ান ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কমিশন (অস্ট্রেড) বললেন “IME 2023-তে অস্ট্রেলিয় অংশগ্রহণের ফলে অস্ট্রেলিয়ার বিশ্বমানের খনিজ উত্তোলন ক্ষমতা দেখানোর এবং ভারতীয় খনিজ উত্তোলন শিল্পের সঙ্গে মিলে কাজ করার এক দারুণ সুযোগ পাওয়া গেছে। অস্ট্রেলিয়ার METS সংস্থাগুলো ভারতের খনিজ উত্তোলন কোম্পানিগুলোর স্বাভাবিক পার্টনার হবে এবং ভারতের খনিজ উত্তোলনের উৎপাদনশীলতা আর দক্ষতা বাড়াতে সাহায্যও করবে।”

অস্ট্রেলিয়া বরাবর উদ্ভাবনীমূলক অভ্যাস এবং অত্যাধুনিক প্রযুক্তি তৈরি ও প্রয়োগ করার ব্যাপারে সামনের সারিতে থেকেছে। অস্ট্রেলিয়ার কাজ করার কঠিন পরিবেশ অস্ট্রেলিয় সংসাধন আর METS শিল্পক্ষেত্রকে সুস্থায়িত্বর উপরে জোর দিতে বাধ্য করেছে। আমরা একত্রে জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জগুলোর বিরুদ্ধে লড়াই করার জন্যে তৈরি হচ্ছি। এই সময়ে অস্ট্রেলিয় METS সেক্টর খনিজ উত্তোলন শিল্পকে সুস্থায়িত্বে পৃথিবীর নেতা হিসাবে খাড়া করতে উদ্ভাবন ও বিশেষ পারদর্শিতা দিয়ে এই জোরটা আরও বাড়িয়ে তুলেছে। অস্ট্রেলিয় METS সেক্টর দ্য স্মার্ট ওয়াটার মাইন, দ্য কমিউনিটির মাইন এবং দ্য জিরো কার্বন মাইনের মত সুস্থায়ী সমাধানগুলো চালু করার ক্ষেত্রে কেন্দ্রীয় ভূমিকা নিয়েছে।

IME 2023-তে অস্ট্রেলিয় অংশগ্রহণের অঙ্গ হিসাবে উইমেন ইন মাইনিং ইন্ডিয়া, পশ্চিম অস্ট্রেলিয়ার সরকার আর অস্ট্রেলিয়ার কার্টিন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে মিলে অস্ট্রেড ডাইভার্সিটি অ্যান্ড ইনক্লুশন ইন মাইনিং সম্পর্কে একটা সেশনের আয়োজন করেছিল। এর উদ্দেশ্য ছিল খনিজ উত্তোলন শিল্পে এক অন্তর্ভুক্তিমূলক এবং বৈচিত্র্যপূর্ণ পরিবেশকে প্রশ্রয় দেওয়া।

অস্ট্রেলিয়া ও ভারতের খনিজ উত্তোলন ও সংসাধন সেক্টরের মধ্যে ব্যবসায়িক সম্পর্কে গড়ে তোলার কাজকে ত্বরান্বিত করতে পাওয়া যাবে অস্ট্রেলিয়ান ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কমিশনকে।