বাবলু বন্দ্যোপাধ্যায়। তমলুকপূর্ব মেদিনীপুর জেলা রকিট বল অ্যাসোসিয়েশনের উদ্যোগে বল্লুক স্পোর্টস একাডেমির সহযোগিতায় শহীদ মাতঙ্গিনী ব্লকের বল্লুক বীণাপাণি উচ্চ বালিকা বিদ্যালয় রবিবার রাজ্য রকিট বল চ্যাম্পিয়নশিপ সিরিজের খেতাব…
বাবলু বন্দ্যোপাধ্যায়। তমলুক
পূর্ব মেদিনীপুর জেলা রকিট বল অ্যাসোসিয়েশনের উদ্যোগে বল্লুক স্পোর্টস একাডেমির সহযোগিতায় শহীদ মাতঙ্গিনী ব্লকের বল্লুক বীণাপাণি উচ্চ বালিকা বিদ্যালয় রবিবার রাজ্য রকিট বল চ্যাম্পিয়নশিপ সিরিজের খেতাব অর্জন করল মহিলা বিভাগে হাওড়া ও পুরুষ বিভাগের মালদা। এই প্রতিযোগিতায় ঝাড়গ্রাম, হুগলি ,হাওড়া, মালদহ, মুর্শিদাবাদ ,উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, নদীয়া ,পূর্ব ও পশ্চিম মেদিনীপুর প্রভৃতি জেলা থেকে খেলোয়াড়রা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ রকিট বল ফেডারেশনের সভাপতি শেখ ওয়াহেদ আলী সিন্টু, বিশিষ্ট শিক্ষাব্রতী সুকুমার মাইতি, পূর্ব মেদিনীপুর জেলা রকিট বল অ্যাসোসিয়েশনের সভাপতি শান্তি রুহিদাস, সম্পাদক রামকৃষ্ণ মাইতি, পশ্চিমবঙ্গ রকিট বল অ্যাসোসিয়েশনের সম্পাদক সুব্রত বোস সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিগণ।