Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে বিজ্ঞান মঞ্চের প্রতিষ্ঠা দিবস পালন

নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর......গোটা রাজ্যের সঙ্গে তাল মিলিয়ে পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে বুধবার পালিত হলো পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের ৩৮ তম প্রতিষ্ঠা দিবস।এই উপলক্ষ্যে মূল অনুষ্ঠানটি সংগঠনের জেলা দপ্তরে…


নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর......গোটা রাজ্যের সঙ্গে তাল মিলিয়ে পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে বুধবার পালিত হলো পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের ৩৮ তম প্রতিষ্ঠা দিবস।এই উপলক্ষ্যে মূল অনুষ্ঠানটি সংগঠনের জেলা দপ্তরে অনুষ্ঠিত হয়। এদিন সকালে জেলা দপ্তরে সংগঠনের পতাকা উত্তোলন করেন জেলার কার্যকরী সভাপতি ড. দিলীপ চক্রবর্তী। উপস্থিত ছিলেন জেলার সহ-সভাপতি নন্দদুলাল ভট্টাচার্য, জেলা সম্পাদক ড. সুধাপদ বসু , জেলা সহ-সম্পাদক ড.বাবুলাল শাসমল, জেলার কোষাধ্যক্ষ সন্টু ওঝা, জেলার অফিস সম্পাদক ড. বিভাষ চন্দ্র পন্ডা, জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য চন্দ্রশেখর দাস , জেলা কমিটির সদস্য অভিজিৎ দাশ গোস্বামী, হারাধন ভুঁইমালী, ড.শুভ্রাংশু শেখর সামন্ত ,ডাঃ দেবব্রত চ্যাটার্জী , কাঞ্চন ভৌমিক, ড.স্বপন বেরা, জেলা কাউন্সিলের সদস্য সুদীপ খাঁড়া,গনেশ সিং সহ কেন্দ্রীয় বিজ্ঞান সভার সদস্য বৃন্দ। উপস্থিত ছিলেন এলাকার সদস্য বৃন্দ ও এলাকার বাসিন্দারা। পতাকা উত্তোলনের পাশাপাশি শহিদ বেদীতে মাল্যদান ও ৩৮ টি প্রদীপ প্রজ্জ্বলন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এখানে উপস্থিত জেলা সম্পাদক ড. সুধাপদ বসু দিনটির গুরুত্ব নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। এদিনের সন্ধ্যায় জেলা কেন্দ্রে ড.বাবুলাল শাসমলের সভাপতিত্বে আয়োজিত বিজ্ঞান বিষয়ক এক আলোচনা সভায় বক্তব্য রাখেন ড.দিলীপ চক্রবর্তী।এই উপলক্ষ্যে সংগঠনের মেদিনীপুর গ্রামীণ পূর্ব বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে চুয়াডাঙ্গা হাইস্কুল বিজ্ঞান সভার সহযোগিতায় চুয়াডাঙ্গা হাইস্কুল চত্বরে পতাকা উত্তোলন, শহিদ বেদীতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে দিনটি পালিত হয়। উপস্থিত ছিলেন বিজ্ঞান কেন্দ্রের সভাপতি সুদীপ কুমার খাঁড়া, সদস্য সরোজ মান্না, বিজ্ঞান সভার সদস্য সঞ্জয় সখা চাবরি,শিবশংকর বাকলি সহ অন্যান্যরা।

প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে মেদিনীপুর শহর বিজ্ঞান কেন্দ্রে সংগঠনের পতাকা উত্তোলন করেন বিজ্ঞান কেন্দ্রের  সভাপতি ডাঃ দেবব্রত চ্যাটার্জী উপস্থিত ছিলেন জেলা সহ সভাপতি নন্দদুলাল ভট্টাচার্য্য, জেলা সহ সম্পাদক ডঃ বাবুলাল শাসমল, বিজ্ঞান কেন্দ্রের সম্পাদক সুকুমার সাহা,সহ সম্পাদক সুস্মিতা কুন্ডু, পত্রিকা সম্পাদক সুকুমার মাজী, সুতপা দত্ত,সুকুমার সাহা ও অন্যান্যরা।  দিনটির গুরুত্ব সংক্ষিপ্ত ভাবে তুলে ধরেন ডঃ বাবুলাল শাসমল ও নন্দ দুলাল ভট্টাচার্য্য ।এই সংগঠনের চন্দ্রকোণা রোড  বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে সাত বাঁকুড়া ৫ নং অঞ্চল অফিস ক্যাম্পাসে পতাকা উত্তোলন করেন চিন্ময় ঘোষ। উপস্থিত ছিলেন কেন্দ্রের সভাপতি অমর ঘোষ, কানাইলাল সিং সহ অন্যান্যরা‌।

এদিন দুজন ডাক্তারী পড়ুয়া রাহুল সিং ও রাকেশ সিং বিজ্ঞান মঞ্চের  আজীবন সদস্যপদ গ্রহণ করেন। এছাড়াও জেলার অন্যান্য জায়গাতেও গুরুত্ব সহকারে দিনটি পালিত হয়।এই উপলক্ষ্যে বিজ্ঞান মঞ্চের অফিস গুলো রঙিন আলোক মালায় সেজে উঠেছে।