Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে সিপিআইএম এর উদ্যোগে নভেম্বর বিপ্লব দিবস পালন...

নিজস্ব সংবাদদাতা , মেদিনীপুর...... যথাযোগ্য মর্যাদায় গোটা পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে সিপিআইএম এর উদ্যোগে পালিত হলো নভেম্বর বিপ্লব দিবস।মহান নভেম্বর বিপ্লবের আলোক বর্তিকাই মানব মুক্তির পথ। শোষন বৈষম্য, বঞ্চনার প্রতিকারে এবং সা…



নিজস্ব সংবাদদাতা , মেদিনীপুর...... যথাযোগ্য মর্যাদায় গোটা পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে সিপিআইএম এর উদ্যোগে পালিত হলো নভেম্বর বিপ্লব দিবস।মহান নভেম্বর বিপ্লবের আলোক বর্তিকাই মানব মুক্তির পথ। শোষন বৈষম্য, বঞ্চনার প্রতিকারে এবং সাম্রাজ্যবাদী আগ্রাসনের বিরুদ্ধে বিকল্প এক মাত্রই সমাজতন্ত্র এই বার্তাতে জনগণকে বিপ্লবী সমাজতান্ত্রিক আন্দোলনে সামিল করার শপথের মধ্য দিয়ে পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে  সিপিআইএম এর উদ্যোগে পালিত হলো "মহান নভেম্বর বিপ্লব দিবস"।


মিছিল,পদযাত্রা, আলোচনা সভা,পথসভা, সাংস্কৃতিক অনুষ্ঠান,লাল পতাকা উত্তোলন এবং শহিদবেদীতে মাল্যদানের মধ্য দিয়ে

১০৭ তম মহান নভেম্বর বিপ্লব বার্ষিকী দিবস জেলা জুড়ে পালিত হয়। জেলা জুড়ে সিপিআইএমের ৫৩ টি এরিয়া কমিটি দপ্তর, তিন শতাধিক পার্টি দপ্তর সহ জেলার অনেক বাজার ও গঞ্জ এলাকায় কৃষক, শ্রমিক , দলীয় কর্মী সমর্থক সহ বামপন্থী সাধারণ মানুষের অংশ গ্রহনের দিবসটি পালিত হয়।


মেদিনীপুর শহরে মীরবাজারে জেলা পার্টি কার্য্যালয়ে পতাকা উত্তোলন সহ মাল্যদান করেন দলের বর্ষীয়ান নেতা দীপক সরকার। তার আগে জেলা কেন্দ্রের পার্টি সদস্যদের নিয়ে মিছিল সংগটিত হয় নভেম্বর বিপ্লব দিবসের বার্তা নিয়ে। জেলা কেন্দ্রে আলোসভায় বক্তব্য রাখেন দীপক সরকার, পার্টি নেতা বিজয় পাল।  উপস্থিত ছিলেন পার্টি নেতা তাপস সিনহা, মেঘনাদ ভূঁইয়া সহ অন্যান্য নেতৃবৃন্দ।

আলোচনা সভায় দীপক সরকার বলেন সার্বোভৌম স্বাধীন দেশের নাগরিক হিসাবে স্বাধীন চেতার সমাজ ব্যাবস্থার পথই সমাজতান্ত্রিক ব্যাবস্থাপনা। নভেম্বর বিপ্লবের মধ্যদিয়ে দেশে দেশে ব্রিটিশ ঔপনিবেশবাদের বিরুদ্ধে এবং সাম্রাজ্যবাদী আগ্রাসনের বিরুদ্ধে স্বাধীনতা আন্দোলনের গতি বৃদ্ধি পেয়েছিলো। বর্তমান সময়ে সাম্রাজ্যবাদ তাদের সংকোট মোকাবিলায় নানান অজুহাত খাড়া করে দখলদারী আগ্রাসনের রাজনীতি ও যুদ্ধ লাগিয়ে অস্ত্র ব্যবসায় মুনাফার পথ প্রসস্থ করছে। 

ভারত সরকারের উচিত মানবতার পক্ষে, স্বাধীন সার্বোভৌম রাষ্ট্রের পক্ষে সমর্থন করা।জেলার ঘাটাল, দাসপুর, চন্দ্রকোনা, ক্ষীরপাই, গড়বেতা, গোয়ালতোড়, চন্দ্রকোনারোড, শালবনী, মেদিনীপুর সদর পূর্ব ও পশ্চিম, খড়্গপুর গ্রামীন, মাদপুর, বালিচক, ডেবরা, সবং, পিংলা, রাধামোহনপুর, লোয়াদা, তেমাথানী, গোপীগঞ্জ, সোনাখালি, কলোড়া, কেশিয়াড়ী, নারায়নগড়, বেলদা, খাকুড়দা, দাঁতন,  মোহনপুর, জাহালদা, ধনেশ্বরপুর এমন বহু জায়গায় মিছিল সংগঠিত হয় নভেম্বর বিপ্লব বার্ষিকী দিবসের বার্তা নিয়ে। এই উপলক্ষ্যে মেদিনীপুর শহর পূর্ব এরিয়া কমিটির উদ্যোগে বর্ণময় কর্মসূচি অনুষ্ঠিত হয়। সকালে মেদিনীপুর শহরের অলিগঞ্জে অবস্থিত দলীয় দপ্তরে সামানে দলীয় পতাকা উত্তোলন ,শহীদ বেদীতে মাল্যদান ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় মেদিনীপুর শহরের অন্যতম প্রাণকেন্দ্র গান্ধী মোড়ে লালা আভায় আলোকিত মঞ্চে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপিত হয়।


অনুষ্ঠানে সমাজতান্ত্রিক ভাবাধারা ও মানবতার পক্ষে লেখা গান, আবৃত্তি সহ অন্যান্য সাংস্কৃতিক কর্মসূচি প্রায় তিন ঘন্টা ধরে  অনুষ্ঠিত হয়।এই অনুষ্ঠানে ভারতীয় গণনাট্যের ক্রান্তিক শাখার সদস্য-সদস্যারা সঙ্গীত পরিবেশন করেন। মেদিনীপুর শহর পূর্ব এরিয়া কমিটি আয়োজিত  সকাল ও সন্ধ্যার গোটা অনুষ্ঠানটি সুচারুভাবে তত্ত্বাবধান করেন দলের এরিয়া কমিটির সম্পাদক কুন্দন গোপ।