পূর্ব মেদিনীপুরতমলুকপূর্ব মেদিনীপুর জেলার তৃণমূল কংগ্রেসের তমলুক সাংগঠনিক জেলার সভাপতি সৌমেন কুমার মহাপাত্রের বিরুদ্ধে ফেসবুকে সোচ্চার হয়েছেন তাম্রলিপ্ত পৌরসভার কাউন্সিলর তথা যুব তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ সভাপতি পার্থসারথি মাইতি…
পূর্ব মেদিনীপুর
তমলুক
পূর্ব মেদিনীপুর জেলার তৃণমূল কংগ্রেসের তমলুক সাংগঠনিক জেলার সভাপতি সৌমেন কুমার মহাপাত্রের বিরুদ্ধে ফেসবুকে সোচ্চার হয়েছেন তাম্রলিপ্ত পৌরসভার কাউন্সিলর তথা যুব তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ সভাপতি পার্থসারথি মাইতি। তমলুকের এহেন ঘটনায় প্রকাশ্যে শাসকের অন্তর্দ্বন্দ্ব। মঙ্গলবার তমলুকের বিজয়া সম্মিলনীর মঞ্চ থেকে সেই প্রসঙ্গ টেনে জবাব দিলেন তমলুকের বিধায়ক তথা তমলুক সাংগঠনিক জেলা তৃণমুল কংগ্রেসের সভাপতি সৌমেন কুমার মহাপাত্র। কোনো অভিযোগ থাকলে দলিয় অফিসে জানান, ফেশবুকে পোস্ট করে দলের ক্ষতি করবেন না। পছন্দ না হলে সরিয়ে দিন, সরে যাবো, অভিমানী সৌমেন মহাপাত্র। গোষ্ঠী দ্বন্দ্বের খোঁচা দিয়েছে বিজেপি।
বাইট: ১) সৌমেন কুমার মহাপাত্র, সভাপতি, তৃণমূল কংগ্রেস তমলুক সাংগঠনিক জেলা।
২) পার্থসারথি মাইতি, রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি, তাম্রলিপ্ত পৌরসভার কাউন্সিলর।
৩) প্রদীপ দাস, বিজেপি নেতা।
*কাজল মাইতি*
9674166566