Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সরকারি অনুদানে বিরোধীরা বঞ্চিত, প্রতিবাদে তমলুক পঞ্চায়েত সমিতির সামনে বিক্ষোভ বিজেপি সদস্যদের

বাবলু বন্দ্যোপাধ্যায়।  তমলুকপূর্ব মেদিনীপুর জেলার তমলুক ব্লকে বিরোধী বিজেপি সদস্যরা এলাকার দুস্থ মানুষদের সরকারি সাহায্য থেকে বঞ্চিত করেছে  বলে শাসক দলের প্রতি আঙুল তুলল। প্রতিবাদ স্বরূপ তমলুক ব্লক প্রশাসনের প্রবেশদ্বারে বিক্ষোভ…



বাবলু বন্দ্যোপাধ্যায়।  তমলুক

পূর্ব মেদিনীপুর জেলার তমলুক ব্লকে বিরোধী বিজেপি সদস্যরা এলাকার দুস্থ মানুষদের সরকারি সাহায্য থেকে বঞ্চিত করেছে  বলে শাসক দলের প্রতি আঙুল তুলল। প্রতিবাদ স্বরূপ তমলুক ব্লক প্রশাসনের প্রবেশদ্বারে বিক্ষোভ দেখিয়ে তীব্র প্রতিবাদ জানাল বুধবার বিরোধী সদস্যরা। এবারের পঞ্চায়েত নির্বাচনে তমলুক পঞ্চায়েত সমিতিতে ১৪ টি আসনে বিরোধী বিজেপি সদস্যরা জয়লাভ করেছে। ১৪ জনের মধ্যে ১০ মহিলা জন মহিলা সদস্যা রয়েছে। পঞ্চায়েত গঠনের পর থেকে বারে বারে বিরোধীদের বঞ্চনার অভিযোগ আনার পর এই প্রথম বিক্ষোভ দেখিয়ে ব্লক আধিকারিক কাছে জবাবদিহি চাইল। উপস্থিত ছিলেন তমলুক পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা আশিস মণ্ডল, উপস্থিত প্রধান উপপ্রধানদের মধ্যে ছিলেন পূর্ণেন্দু পাল, লক্ষণ দাস, শুভ্রা ঘড়োই, সুবল কর, শান্তনু নায়েক সহ পঞ্চায়েত সমিতির অধীন অন্যান্য গ্রাম পঞ্চায়েতের সদস্যরা। বিরোধী দলনেতা আশিস মন্ডল এক সাক্ষাৎকারে জানান এখন পর্যন্ত বিরোধীদের বসার জায়গা দিতে পারেনি ব্লক প্রশাসন, এ নিয়ে বহুবার বলা হয়েছে কিন্তু কোন কর্ণপাত করেননি, শাসক দল মুরগি বাচ্চা নিয়েও রাজনীতি শুরু করেছে এলাকার গরিব মানুষরা মুরগি বাচ্চা পাচ্ছে না বলেও অভিযোগ জানান। অবিলম্বে ব্লক প্রশাসন হস্তক্ষেপ না করলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে যাওয়া হবে। ব্লক প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হলে জানা যায় বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।