সৃষ্টি সাহিত্য যাপনশিরোনাম-শীতের সকালকলমে শর্মিষ্ঠা ঘোষতারিখ ১৩.১২.২৩
শীতের সকালে হিমেল হাওয়ায়,মন চলে যায় ছেলেবেলায় |কত যে সুখ ছিল তখন,সব মনে পড়ে যায় এখন |জয়নগড়ের মোয়ায় আর কমলালেবুর কোয়ায়,কত যে স্মৃতি আছে লুকায় |মায়ের হাতের পিঠে…
সৃষ্টি সাহিত্য যাপন
শিরোনাম-শীতের সকাল
কলমে শর্মিষ্ঠা ঘোষ
তারিখ ১৩.১২.২৩
শীতের সকালে হিমেল হাওয়ায়,
মন চলে যায় ছেলেবেলায় |
কত যে সুখ ছিল তখন,
সব মনে পড়ে যায় এখন |
জয়নগড়ের মোয়ায় আর কমলালেবুর কোয়ায়,
কত যে স্মৃতি আছে লুকায় |
মায়ের হাতের পিঠে,পুলি পায়েস,
খেতে লাগতো বড়ো আয়েস |
ছুটির দিনে চড়ুইভাতি,
সেখানে সবাই আমরা সাথি |
বড়োদিনে বাবার হাত ধরে চিড়িয়াখানা,
অথবা গড়ের মাঠ বা ভিকটোরিয়া |
লেপ মুড়ি দিয়ে বেলা অবধি ঘুম,
সন্ধ্যা নামলেই ব্যাডমিন্টন খেলার ধুম |
এখনও শীত আসে,চলে যায় |
কিন্তু সে মনে সুখ ,দিতে না পায় |||
শর্মিষ্ঠা ঘোষ
১৩.১২.২৩