Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় সমস্ত অপরাধীদের ধরার দাবিতে নাগরিক সুরক্ষা কমিটির ডেপুটেশন কোলাঘাটে

বাবলু বন্দ্যোপাধ্যায়।  কোলাঘাটএক মাস অতিবাহিত হওয়ার পরেও কোলাঘাটের স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় এখনো পুলিশ বাকিদের আটক করতে পারেনি। এ নিয়ে কোলাঘাটের দেউলবার এলাকার থেকে শুরু করে ব্লক জুড়ে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এখনো পর্যন্ত …বাবলু বন্দ্যোপাধ্যায়।  কোলাঘাট

এক মাস অতিবাহিত হওয়ার পরেও কোলাঘাটের স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় এখনো পুলিশ বাকিদের আটক করতে পারেনি। এ নিয়ে কোলাঘাটের দেউলবার এলাকার থেকে শুরু করে ব্লক জুড়ে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এখনো পর্যন্ত হাওড়ার শ্যামপুরের শেখ ঈশা নামে এক অপরাধী ধরার পর বাকিদের এখনো কেন গ্রেফতার করা হয়নি এই নিয়ে প্রশাসনের বিরুদ্ধে বিভিন্ন প্রশ্ন উঠতে শুরু করেছে। ইতিমধ্যে এর বিরুদ্ধে নাগরিক সুরক্ষা কমিটি গঠন করে বিভিন্ন প্রশাসনিক দপ্তরে প্রতিবাদ জানানো হয়েছে। সোমবার নাগরিক সুরক্ষা কমিটির পক্ষ থেকে কোলাঘাট থানায় এক বিক্ষোভ কর্মসূচি সংঘটিত হতে দেখা গেল। এই বিক্ষোভ কর্মসূচিতে নাগরিক সুরক্ষা কমিটি নেতৃত্ব নারায়ণ চন্দ্র নায়েক সহ নিহত সমীর পড়িয়ার বাবা সুকুমার পড়িয়া, ভাই শুভেন্দু পড়িয়া কাকা তপন ও লব পড়িয়া সহ এলাকার বিশিষ্ট জনরা উপস্থিত ছিলেন। পুলিশ প্রশাসনের সঙ্গে দেখা করে অবিলম্বে বাকি অপরাধীদের গ্রেফতার সহ ছয় দফা দাবি সম্মিলিত একটি স্মারকলিপি তুলে দেওয়া হয়। সমীর পড়িয়ার বাবা সুকুমার পড়িয়া এক সাক্ষাৎকারে জানান পুলিশ প্রশাসনের উপর এখনো আস্থা রয়েছে দ্রুত এর ব্যবস্থা না করলে প্রতিবাদের তীব্রতা আরো বাড়িয়ে তোলা হয়। কোলাঘাট থানার সঙ্গে যোগাযোগ করা হলে থানা সূত্রের খবর অপরাধীদের খোঁজ তল্লাশি অব্যাহত রয়েছে।