Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

গ্রামীণ চিকিৎসকদের বিজ্ঞানভিত্তিক ট্রেনিং দিয়ে চিকিৎসা পরিষেবায় নিযুক্ত করার দাবি

বাবলু বন্দ্যোপাধ্যায়।   কোলাঘাটগ্রামীন চিকিৎসকদের সংগঠন প্রগ্রেসিভ মেডিকেল প্রাকটিশনাল অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লক কমিটির উদ্যোগে মঙ্গলবার কোলাঘাটে এক সম্মেলনে গ্রামীন চিকিৎসকদের বিজ্ঞানভিত্তিক …



বাবলু বন্দ্যোপাধ্যায়।   কোলাঘাট

গ্রামীন চিকিৎসকদের সংগঠন প্রগ্রেসিভ মেডিকেল প্রাকটিশনাল অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লক কমিটির উদ্যোগে মঙ্গলবার কোলাঘাটে এক সম্মেলনে গ্রামীন চিকিৎসকদের বিজ্ঞানভিত্তিক ট্রেনিং দিয়ে চিকিৎসা পরিষেবায় নিযুক্ত করার দাবি উঠল জোরালো ভাবে। উল্লেখ করা যায় এখনো গ্রামীন এলাকায় গ্রামীণ চিকিৎসকরা পরিষেবা দেওয়ার ক্ষেত্রে মানুষজনকে প্রাথমিকভাবে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। সম্মেলন থেকে বিজ্ঞানভিত্তিক সরকার কর্তৃক ট্রেনিং দিয়ে গ্রামীন এলাকার মানুষ যাতে পরিষেবা আরো পায় তার দাবি রাখা হয়েছে। উপস্থিত ছিলেন মেডিকেল সার্ভিস সেন্টারের সর্বভারতীয় সম্পাদক ডাক্তার ভবানী শঙ্কর দাস, জেলা সম্পাদক মেহতাব আলী, বিশিষ্ট শিশু রোগ বিশেষজ্ঞ প্রবীর ভৌমিক, কোলাঘাট ব্লক হাসপাতাল ও জনস্বাস্থ্য রক্ষা সংগঠনের কার্যকরী সভাপতি নারায়ণচন্দ্র নায়েক প্রমুখ নেতৃত্ব। প্রায় দুই শতাধিক গ্রামীণ চিকিৎসক উপস্থিত হয়ে সংগঠনের পক্ষ থেকে যে দাবি করা হয়েছে তার গুরুত্বকে বাড়িয়ে তোলে।