Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বছরের শেষ দিনে প্লাস্টিক বিনিময় কর্মসূচি শহীদ মাতঙ্গিনী ব্লকে

বাবলু বন্দ্যোপাধ্যায়।    তমলুকপূর্ব মেদিনীপুর জেলার শহীদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতির অন্তর্গত রঘুনাথপুর গ্রামে বছরের শেষ দিন রবিবার আমরা সুষম জলপ্রপাত সংস্থার ২১ তম প্রতিষ্ঠা দিবসে প্লাস্টিক বিনিময় কর্মসূচি অনুষ্ঠিত হল। প্লাস্টি…



বাবলু বন্দ্যোপাধ্যায়।    তমলুক

পূর্ব মেদিনীপুর জেলার শহীদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতির অন্তর্গত রঘুনাথপুর গ্রামে বছরের শেষ দিন রবিবার আমরা সুষম জলপ্রপাত সংস্থার ২১ তম প্রতিষ্ঠা দিবসে প্লাস্টিক বিনিময় কর্মসূচি অনুষ্ঠিত হল। প্লাস্টিককে সার এবং অন্যান্য কাজে লাগানোর জন্য বিভিন্ন পরিবারের কাছ থেকে ৫০ টাকা কেজি দরে এই সংস্থা প্লাস্টিক কেনে। প্রায় তিন কুইন্টাল প্লাস্টিক বিভিন্ন পরিবারের কাছ থেকে সংগ্রহীত হয় বলে জানানো হয়েছে। কম দামে ব্যবহারযোগ্য সার কৃষির জন্য বিক্রি করা হয়। ইতিমধ্যে এই ব্যবহারযোগ্য সার চাষীদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠছে ফলন উৎপাদন করার ক্ষেত্রে । অনুষ্ঠানে প্লাস্টিকের অপকারিতার বিষয়গুলি নিয়ে মতামত জ্ঞাপন করেন বিশিষ্ট শিক্ষাব্রতি সুকুমার মাইতি, সংস্থার মুখ্য নির্বাহী আধিকারিক প্রসূন কান্তি দাস, সম্পাদিকা মায়া দাস, সভাপতি শ্যামলী পাল, অসিত মল্লিক নারায়ণ মন্ডল, যোগেশ দেঁড়ে প্রমূখ। অনুষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ফিরে দেখা ২০২৩ কে স্মরণ আগত ২০২৪ সালকে স্বাগত জানানো হয়।