Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

কোলাঘাটের দেহাটি খালের অবৈধ নির্মাণ ভেঙে দেওয়ার নির্দেশ

বাবলু বন্দ্যোপাধ্যায়।    কোলাঘাটপূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটের নিকাশি দেহাটি খালে বেআইনি পাকা কাঠামো তৈরি করায় জল নিকাশি ব্যবস্থার ব্যাপক সমস্যার সৃষ্টি হবে এই অভিযোগ আসতে থাকায় আগামী এক সপ্তাহের মধ্যে ওই অবৈধ নির্মাণ ভেঙে দে…



বাবলু বন্দ্যোপাধ্যায়।    কোলাঘাট

পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটের নিকাশি দেহাটি খালে বেআইনি পাকা কাঠামো তৈরি করায় জল নিকাশি ব্যবস্থার ব্যাপক সমস্যার সৃষ্টি হবে এই অভিযোগ আসতে থাকায় আগামী এক সপ্তাহের মধ্যে ওই অবৈধ নির্মাণ ভেঙে দেওয়া নির্দেশ দিল পাঁশকুড়া ১ সাব ডিভিশনের এসডি ও নাজেশ আফরোজ। এলাকার বাসিন্দাদের অভিযোগ অবৈধ নির্মাণ ওই স্থান থেকে তুলে না দিলে জল নিকাশির ক্ষেত্রে ব্যাপক সমস্যা সৃষ্টি হবে। এই বিষয় নিয়ে কৃষক সংগ্রাম পরিষদের পক্ষ থেকে সেচ ও প্রশাসন দপ্তরের সমস্ত আধিকারিককে স্মারকলিপি দেয়। পাঁশকুড়া ১ সাব ডিভিশনের এসডিও বিস্তারিত তথ্য নেওয়ার পর আগামী এক সপ্তাহের মধ্যে ওই নির্মাণ ভেঙ্গে দেওয়ার নির্দেশ দেন। সেই সঙ্গে বলে দেওয়া হয়  ওই বেআইনি কাঠামো সরিয়ে না দেওয়া হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ করা যায় প্রায় শতাধিক মৌজার জল ওই খালের মধ্য দিয়ে রূপনারায়ণ নদীতে গিয়ে পরে। গুরুত্বপূর্ণ ওই খালের জলস্রোত আটকে ওই অবৈধ কাঠামো তৈরি হলে এলাকাদের জল যন্ত্রণা বাড়বে বলে মনে করা হচ্ছিল।