নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর....বিশ্ব এডস্ দিবস ও বিশ্ব প্রতিবন্ধী দিবসকে সামনে রেখে স্বেচ্ছাসেবী সংগঠন সৌরদীপ ফাউন্ডেশনের উদ্যোগে মেদিনীপুর শহরের পঞ্চুর চকে অনুষ্ঠিত হলো একটি সচেতনতা মূলক পথসভা। অকালে প্রয়াত তরতাজা তরুণ প্রতি…
নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর....বিশ্ব এডস্ দিবস ও বিশ্ব প্রতিবন্ধী দিবসকে সামনে রেখে স্বেচ্ছাসেবী সংগঠন সৌরদীপ ফাউন্ডেশনের উদ্যোগে মেদিনীপুর শহরের পঞ্চুর চকে অনুষ্ঠিত হলো একটি সচেতনতা মূলক পথসভা। অকালে প্রয়াত তরতাজা তরুণ প্রতিকৃতির সামনে মোমবাতি প্রজ্জ্বলনের মধ্য দিয়ে এদিনের কর্মসূচির সূচনা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত সবাইকে স্বাগত জানান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা প্রয়াত সৌরদীপের পিতা চিকিৎসক ডাঃ সুদীপ চৌধুরী। উপস্থিতি চিকিৎসক বৃন্দ ও বিশিষ্ট জনেরা এডস্ বিষয়ে সচেতনতার বার্তা দেওয়ার পাশাপাশি প্রতিবন্ধী দিবসের গুরুত্ব নিয়ে আলোচনা করেন। উপস্থিত ছিলেন মেদিনীপুর কলেজিয়েট শিক্ষক রামপদ সামন্ত, চিকিৎসক ডাঃ দেবব্রত চ্যাটার্জী,ডাঃ বিমল গুড়িয়া,ডাঃ অসীম মাইতি,ডাঃ অনন্ত মন্ডল,ডাঃ অমিত সেন,ডাঃ সুনীল বেরা,ডাঃ বাসুদেব চক্রবর্তী,ডাঃ ইন্দ্রজিৎ সিং সর্দার, শিক্ষক সুদীপ কুমার খাঁড়া, চিকিৎসা বিজ্ঞানের ছাত্র শৌভিক খড়দা, সুনেত্রা মুখার্জি প্রমুখ।
উল্লেখ্য মাস কয়েক আগে বিজয়ওয়াড়ার ইঞ্জিনিয়ারিং কলেজের হোস্টেলে অকালে প্রয়াত পড়ুয়া সৌরদীপ চৌধুরির স্মৃতিতে তার পিতা ডাঃ সুদীপ চৌধুরী শুভানুধ্যায়ীদের পাশে নিয়ে সৌরদীপ ফাউন্ডেশন গড়ে তুলেছেন।