সৃষ্টি সাহিত্য যাপন বিভাগ ------------ কবিতা শিরোনাম ------- কে দায়ী ? কলমে ------------- তরু তালুকদার তারিখ ----------- ১২/১২/২০২৩
বিশ্বের সকল বিবেকবানেরা কোথায় গেল আজ চলে ? নিরাশার ঘরে সলতের প্রদীপ আজও নিবু নিবু জ্বলে।
ব…
সৃষ্টি সাহিত্য যাপন
বিভাগ ------------ কবিতা
শিরোনাম ------- কে দায়ী ?
কলমে ------------- তরু তালুকদার
তারিখ ----------- ১২/১২/২০২৩
বিশ্বের সকল বিবেকবানেরা
কোথায় গেল আজ চলে ?
নিরাশার ঘরে সলতের প্রদীপ
আজও নিবু নিবু জ্বলে।
বেঁচে থাকাটা বড় যে কষ্ট
তবুও ওরা বাঁচতে চায় ;
জন্মটাই যাদের আজন্ম পাপ
ওরা যে বড্ড অসহায়।
নিত্য যাদের হাঁড়ি হরতাল
খাবার জুটে না ঘরে,
ভাবে না কেউ ওদের জন্য
বাঁচবে ওরা কি করে!
গরীবের ঘরে জন্ম নেওয়া
ছিলো কি ওদের পাপ!
কাকে ওরা করবে দায়ী --
ঈশ্বর নাকি বাপ ?