Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপনকবিতার নাম –পরিযায়ীরচনা–প্রদীপ শর্ম্মা সরকার।
অলখ নিষ্ক্রমণ বা নিঃশব্দ আগমন কি সম্ভব?আসা যাওয়ার নিশি ডাক পাওয়া মানুষ কি নিশ্চিত ভাবে বলতে পারে নির্ধারিত নিদানের কথা!!ষোল আনা বিভ্রান্তির মাঝেই মন দেওয়া নেওয়া হয়–আ…

 


সৃষ্টি সাহিত্য যাপন

কবিতার নাম –পরিযায়ী

রচনা–প্রদীপ শর্ম্মা সরকার।


অলখ নিষ্ক্রমণ বা নিঃশব্দ আগমন কি সম্ভব?

আসা যাওয়ার নিশি ডাক পাওয়া মানুষ কি নিশ্চিত ভাবে বলতে পারে নির্ধারিত নিদানের কথা!!

ষোল আনা বিভ্রান্তির মাঝেই মন দেওয়া নেওয়া হয়–

আবাহন বিসর্জনের ঝক্কি নেই,কাব‍্যিক সুষমায় দরকার নেই ফুলসাজের।

আটপৌরে চলন বলন শাড়ি আর মহার্ঘ‍্য উপস্থাপনা হলেই হবে,

আধুনিকতার ঝালটা থাকতেই হবে,

পরিশীলিত আচরণে যৌনতা যেন মৌন না হয়–

পাদপ্রদীপের তলায় বিদেশী আদলে একটা সপ্রতিভ চুম্বন,

সমলিঙ্গের উদারতায় বিষম লিঙ্গের বেঘোর আকচা-আকচি,

ইত‍্যাদি ইত্যাদি মহাবৈপ্লবিক প্রীতিঘটন সত্ত্বেও কি বলা যায় কার কখন মোহভঙ্গ হয়,

কে কখন নিষ্ক্রমণের মোহগন্ধী আলতাপথ ধরে পাড়ি জমায় আঁধারী ছায়ালোকে!