Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

' মাতৃস্নেহ' কাব্য গ্রন্থটি নিয়ে দুচার কথা চিত্রা ভট্টাচার্য

' মাতৃস্নেহ' কাব্য গ্রন্থটি  নিয়ে দুচার কথা  চিত্রা ভট্টাচার্য 
সুদীর্ঘ একঘেয়েমি তে ভরা কাজ নিয়ে ক্লান্ত মন যখন এই বাস্তবের টানাপোড়ন থেকে ছুটি চাইছিল তখনই হাতে পেলাম দুই মলাটের মাঝে এক গুচ্ছ মন ছুঁয়ে যাওয়া কবিতা রাশি  …


 ' মাতৃস্নেহ' কাব্য গ্রন্থটি  নিয়ে দুচার কথা  

চিত্রা ভট্টাচার্য 


সুদীর্ঘ একঘেয়েমি তে ভরা কাজ নিয়ে ক্লান্ত মন যখন এই বাস্তবের টানাপোড়ন থেকে ছুটি চাইছিল তখনই হাতে পেলাম দুই মলাটের মাঝে এক গুচ্ছ মন ছুঁয়ে যাওয়া কবিতা রাশি  'মাতৃস্নেহ ' নামে এক অনবদ্য কাব্য সঙ্কলন ,যাঁর  রচয়িতা কবি সর্বজয়া আচার্য নন্দ মহাশয়া। মাননীয়া এই কবি ও  তার কাব্য সঙ্কলনের সাথে আজই আমার প্রথম পরিচয়। বইটি হাতে নিয়ে প্রকৃতির শান্ত সৌন্দর্যে নির্মল প্রেক্ষাপটে আঁকা বইয়ের প্রচ্ছদ পট টি দেখে আনন্দে আপ্লুত হলাম। এককথায়  দৈনন্দিন জীবনের ঘাত প্রতিঘাতে শ্রান্ত পথচারী চলার পথে খুঁজে পেল নিরন্তর বয়ে যাওয়া শান্ত নদীটির পাশে বিশাল বৃক্ষের স্নিগ্ধ ছায়াতল।    


 বই টির পাতা উল্টে প্রথম কবিতায় ভালোবাসার অনন্ত উষ্ণ পরশের সন্ধান পেলাম ''প্রাণ আছে মৃত্যুর জঠরে '' শুরুই হলো যেন কাব্য রসের অনিন্দ্য সুন্দর এক ব্যতিক্রমী ধারাতে। যা র অনুপম ছন্দের জোয়ারে 'মনের আগল খুলে' যায়। কঠিন শব্দের অযথা ঝংকার নেই ,সহজিয়া ভাবনার  সুর শব্দ বন্ধ ও অনবদ্য রচনা শৈলীতে শ্রুতি মধুর। মোহিত হয়ে গেলাম। অপার কৌতূহলে ভেসে চলেছি                           এ কাব্যের ' ময়ূরপঙ্খী না 'য়ে।' জীবনের বাঁকে বাঁকে নতুন ছন্দে এগিয়ে চলার প্ররণা। প্রখর গ্রীষ্মের রৌদ্র তপ্ত দিনে কাঙ্খিত বৃষ্টি এলে যেমন  ধরণী নির্মল বাতাসে স্নিগ্ধ সিক্ত হয়ে যায় ,এ কবিতা গুচ্ছ ও যেন তৃষিত বুকের ওপর নির্মল বারি ধারার সিঞ্চন। জীবন নদী সাগরের কল্লোল শুনে সব বাঁধা ভেঙে ছুটে চলেছে।                            কথার আড়ালে নৈসর্গিক ছবি আঁকা। প্রতিটি ছোট্ট কবিতায় আকৃষ্ট হয়ে আমার একাকী রাত গড়িয়ে যাচ্ছে শেষ প্রহরের দিকে । নিজেকে খুঁজে পাচ্ছি কবিতার এক একটি আঙ্গিকে।   


আমি কবি নই , লিখতে ও পারিনা তেমন করে।কবিতার আলোচনার  আসরে বসে  কবিতায় অবগাহন  করি।  কবিতা পাঠ করতে  , শুনতে তার ভাষায় সুরে ছন্দে ,কবিতা যাপনে বিস্তর আনন্দ পাই । এই বই টি পড়ে দু চার কথা লিখতে বসে শুধুই মুগ্ধতা আমাকে অবশ করেছে। এক সাথে এত মনকাড়া কবিতা গুচ্ছ সচরাচর পড়িনি। 


 ' মাতৃ স্নেহ'  বই টি হাতে নিয়ে নিদ্রা হারা নীরব রাতে প্রতিটা পাতা পংক্তি ও অক্ষরের অঞ্জলিতে মগ্ন হলাম।  শব্দের কুহকে জালবোনায় ছন্দবন্ধনে কবির ভাবের সাথে নিজে ও বিলীন হয়ে সমৃদ্ধ হলাম।  সুখ দুঃখে গড়া মানব  মনের সূক্ষ্ম অনুভূতি,হাসি কান্নার দোলদোলানিতে ,হারিয়ে ফিরে পাওয়ার আনন্দ সুখের অপরূপ প্রকাশ পেলাম শব্দের বুনোনিতে। কথার প্রদীপ জ্বালিয়ে দিয়ে কবি কে দেখি আপন ঘরের নিভৃত কোণে বসে নিপুন হাতে রং তুলি নিয়ে বাস্তবের ছবি আঁকতে মগ্ন। কখনো পরিচয় পাই  তাঁর দার্শনিক মনস্তত্বের ' আদি মধ্য অন্তহীন --অক্ষয় -অব্যয় --শাস্বত ' ছত্রে ছত্রে সুললিত ছন্দের বন্ধনে প্রাণময়। রক্ত মাংসের মানবী চরিত্র রূপে জীবন্ত হয়ে উঠে অনুভূতিতে ও সাড়া জাগায়। মনে পড়ে নিজের বহুযুগ আগে হারিয়ে যাওয়া, মায়ের আটপৌরে শাড়ির তেল হলুদের গন্ধ মাখা স্নেহের আঁচলের নিবিড় স্পর্শ। তাঁর স্নিগ্ধ শীতল কর কমলের ছোঁয়া দিয়ে যায়  জ্বর তপ্ত কপালে।                                    '' অনাদি অনন্ত কাল ধরে মা রেখেছে বুক পেতে শত  কোটি সন্তানের তরে। '' এ এক মাতৃ পূজার অনবদ্য মন্ত্র। 


 কবি তার বৈচিত্র্য পূর্ণ ভাবনায় অসাধারণ প্রকাশ নিপুণতায় ঝুড়ি ভরা  জুঁই বকুলের মত  শব্দ রাশি চয়ন করে,মাতৃ বন্দনা আয়োজন করেছেন।প্রতি ছত্রে যেন স্পষ্ট হয়ে উঠেছে জীবনের চড়াই উৎরাইয়ের ,নানা ওঠা পড়ায় অভয় দাত্রী মাকে। এক বাস্তব দৃষ্টি ভঙ্গি দিয়ে সুন্দর সাবলীল ভাষায় ' মাতৃ স্নেহ ' নামক যে মালা খানি গাঁথলেন তা যেন বিশ্বমায়ের চরণ তলে নৈবেদ্য সম-- অমরত্ব পেলো। সব কবিতা কয়েকবার পড়া শেষ হলে রাত ভোর হলো কখন বুঝতে পারলাম না। নিজেকে  উপলব্ধি করলাম অন্য এক রূপে,সাধারণ পাঠক হয়ে আমি আনন্দিত আপ্লুত ঋদ্ধ হলাম । কবি যেন সোনার কাঠির পরশে পাঠক হৃদয়ের গভীর গোপন অন্তস্থলে জোড়া আসন খানি পেতে বসলেন।

আগামী তে কবি সর্বজয়া দেবীর সৃষ্টি এমন প্রাণময় কাব্য রাশিতে সেজে উঠুক বাংলা কাব্য সম্ভার।                                                                                              


                                                                                                                                                  চিত্রা ভট্টাচার্য্য