বাবলু বন্দ্যোপাধ্যায়। কোলাঘাটকোলাঘাট ব্লকে স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় এক দুষ্কৃতিকারী ছাড়া অন্য খুনিদের ঘটনার পনেরো দিন পরও পুলিশ ধরতে পারেনি। অবিলম্বে ওই নৃশংস খুনের ঘটনার সাথে যুক্ত সমস্ত দুষ্কৃতিকারীদের গ্রেফতার, অস্থ…
বাবলু বন্দ্যোপাধ্যায়। কোলাঘাট
কোলাঘাট ব্লকে স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় এক দুষ্কৃতিকারী ছাড়া অন্য খুনিদের ঘটনার পনেরো দিন পরও পুলিশ ধরতে পারেনি। অবিলম্বে ওই নৃশংস খুনের ঘটনার সাথে যুক্ত সমস্ত দুষ্কৃতিকারীদের গ্রেফতার, অস্থায়ী পুলিশ পিকেট বসানো পরিবারের লোকজন সহ এলাকার নাগরিকদের নিরাপত্তা ও সুরক্ষা সংক্রান্ত ছয় দফা দাবি নিয়ে মঙ্গলবার বিকেলে বিডিও অফিসে বিক্ষোভ ডেপুটেশন সংগঠিত হতে দেখা গেল। কর্মসূচিতে নাগরিক সুরক্ষা কমিটির ব্যানারে সামিল হন সমীরের বাবা সুকুমার পড়িয়া, স্ত্রী কৃষ্ণা ছেলে অঙ্কিত মেয়ে অনুস্মিতা, ভাই শুভেন্দু কাকা তপন সহ এলাকার তিন শতাধিক মহিলা সহ সর্বস্তরের মানুষজন। কোলাঘাটের বিবেকানন্দ মোড় থেকে বিক্ষোভকারীরা মিছিল করে বিডিও অফিসের গেটে বিক্ষোভ প্রদর্শন ও সভা করেন। বক্তব্য রাখেন কমিটির মুখপাত্র নারায়ণ চন্দ্র নায়েক, যুগ্ম সম্পাদক যুগল মান্না, মধুসূদন বেরা প্রমুখ। বিডিও এর হাতে একটি স্মারকলিপি তুলে দেন। স্মারকলিপি তুলে দেওয়ার সময় নিহত স্বর্ণ ব্যবসায়ী সমীর পড়িয়ার বাবা এবং স্ত্রী উপস্থিত ছিলেন। উল্লেখ করা যায় নৃশংস এই খুনের সাত দিনের মাথায় পুলিশ হাওড়ার শ্যামপুরের বাসিন্দা শেখ ঈসা হক নামে এক খুনি কে মহিষাদল থেকে গ্রেফতার করলেও বাকিরা এখনো অধরা বিক্ষোভকারীদের দাবি সাত দিনের মধ্যে অপরাধীদের ধরা না হলে তারা বৃহত্তর আন্দোলনের পথে যাবে। মৃত সমীরের বাবা সুকুমার পড়িয়া সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বলেন পুলিশের উপর আস্থা রেখেছি আরো সাত দিন দেখব তারপর প্রয়োজনে অন্য পদক্ষেপ নিতে বাধ্য হব।