সৃষ্টি সাহিত্য যাপনকবিতাঃআমার জন্ম ভূমি।কলমেঃশামসুন নাহার। ১৭/১২/২৩
আমার কাছে সোনার চেয়েও খাঁটি তার পলিমাটি জমি।সে আমার সোনার দেশ আমার জন্মভূমি।হাসাইল বিক্রমপুরের একটি বিখ্যাত গ্রাম।আছে নানা ব্যন্জনায় রূপ সৌন্দর্য্যে তার অনেক সুনা…
সৃষ্টি সাহিত্য যাপন
কবিতাঃআমার জন্ম ভূমি।
কলমেঃশামসুন নাহার।
১৭/১২/২৩
আমার কাছে সোনার চেয়েও খাঁটি তার পলিমাটি জমি।
সে আমার সোনার দেশ আমার জন্মভূমি।
হাসাইল বিক্রমপুরের একটি বিখ্যাত গ্রাম।
আছে নানা ব্যন্জনায় রূপ সৌন্দর্য্যে তার অনেক সুনাম।
নদী ভাঙ্গনে অধিকাংশই তার হয়েছে বিলীন
যা হারিয়েছি তা স্মৃতির পাতায় রইবে অম্রান চিরদিন!
কত পথ প্রান্তর দেখেছি,দেখেছি কত শহর গ্রাম
এমন সুন্দর আর তো কোথাও দেখি নাই
নদী হাট বাজার, কাচারি ঘর, মসজিদ মাদ্রাসা স্কুল,বিস্কুট ফ্যাক্টরি,গোরস্হান,যার ছিল কত সুনাম!
আরো ছিল বাজারে তিনটি বটের সারি
ঝুলতো বাদূর তায় অবিরাম!
বাতাস এলে শনশন শব্দে কাঁপতো মকাম।
দুটি পুল ছিল যা ঘটিয়েছে হাট ও বাজারের মিলন।
স্কুলের ছাত্রছাত্রীর, বাজারের,হাটের মানুষের পদচারনায়
গানে বাদ্যে তা ছিল সরব সর্বক্ষন!
বর্ষায় পাটক্ষেতে,শীতে সরষে ফুলে, গ্রামটির ছিল কত যে শোভা!
শনি মঙ্গলবার হাটবারে গজা,তক্তি খাওয়া ছিল কত যে মনোলোভা!
নানিগো বাড়ির খেজুর গাছের খেজুর রস,
বিবিখানা, পাটি সাপটা পিঠা পায়েস,কামরাঙ্গা,বরইভর্তা মরিচ ধনে পাতায় ছিল কত যে সরস!
গাঙ্গের পানিতে ঝাপাঝাপি ছিল কত যে সুখের।
চরের কালাই ক্ষেতে ছেই তোলা ছিল কত যে আনন্দের!
গাঁয়ের পাশে পদ্মানদীতে কত নৌকা লঞ্চ চলতো প্রতিদিন।
সেই সব দিন মন থেকে কভু হবেনা বিলীন!
গাটনায় যেতাম গোসল করতে দেখতাম শুশুকের খেলা।
গারুগাঁও গ্রামে বছরে একবার বসতো রথের মেলা!
কূলাডালা,মাটির পুতুল হাঁড়ি,স্নো পাউডার আলতা চুরি
আরো কত কি কেনা বেচা হতো সে মেলার প্রাঙ্গনে।
সারাদিন মেলায় ঘুরে কেনাকাটা করে আনন্দই আনন্দ ছিল মন ফাগুনে!
গ্রামীন জীবন কত না সুন্দর ছিল কত যে নির্মলা।
বছরে একবার হতো ঘুড়ি উড়ানোর খেলা, পালাগান,যাত্রাপালা!
আজো আছে গ্রামখানি টঙ্গীবাড়ি থানার অধীনে।
দেখিনা তারে দেখিতে পাইনা তার আর সেই রুপ মাধুরী দুই নয়নে!
নদীর কিনারে ছিল কারুকার্য্যময় এক মঠ তা আজ কালের গর্ভে বিলীন।
আজো আছে বাজার এতিমখানা,স্কুল,গোরস্হান,মাদ্রাসা।
নেই আজ শুধু আগের মানুষ গুলি,মানুষের মনে নেই সেই অকৃত্রিম ভালবাসা!
আজো সেই গাঁয়ে গেলে স্মৃতির পাতায় যাই চলে।
স্বরন করি যারা মারা গেছেন তাদের চোখের জলে!
মেলাতে পারিনা অনেক কিছু হায়রে জীবন।
মনেতে বাসনা ভাল থাকুক আমার সোনার দেশ
আমার গ্রাম বাংলা আজীবন!