সৃষ্টি সাহিত্য যাপনকবিতা : সুখেই আছি খুব কলমে : শক্তিপদ ঘোষতারিখ : ১৮ , ১২ , ২০২৩
হয়তো হবে ভাবছিস রে তুই সুখেই আছি খুব ,হিংসা হচ্ছে ? দেখেই যা না , কেমনতর সুখ ;সত্যি আমি সুখে আছি, পারিস দেখে যা ,হেথা গ্রীষ্ম নাই , জলহ…
সৃষ্টি সাহিত্য যাপন
কবিতা : সুখেই আছি খুব
কলমে : শক্তিপদ ঘোষ
তারিখ : ১৮ , ১২ , ২০২৩
হয়তো হবে ভাবছিস রে তুই সুখেই আছি খুব ,
হিংসা হচ্ছে ? দেখেই যা না , কেমনতর সুখ ;
সত্যি আমি সুখে আছি, পারিস দেখে যা ,
হেথা গ্রীষ্ম নাই , জলহীন--মেঘ হাঁকে বর্ষা ।
পোড়ে না গাছ নিশ্চুপ তেমন নদী ও নালা ,
সইতে হয় না বুকের ভিতরে আগুন-জ্বালা ;
বর্ষা ব্যতীত হেথায় চির বসন্ত রাজে ,
বনে বনে গায় পাখি নিত্য সকাল সাঁঝে ।
নিত্য কত ফুল ফোটে কাননে বাগিচায় ,
যদিও বা মাঝে মাঝে বৃষ্টি খুব ভেজায় ;
ফুলে ফুলে ওড়ে প্রজাপতি মৌমাছি ,
রাত্রির পথে আলো দেয় সহস্র জোনাকি ।
কাটাই না রাত নিদ্রাহীন ফালতু ভাবনা ভেবে ,
নিহত স্বপ্নের ছবি মিথ্যে এঁকে এঁকে ;
ভাবি না কারও জন্যে ঘুমে কাটাই রাত ,
ভাঙে না ঘুম মধ্য রাতে কখনও হঠাৎ ।
ভুলেও আমি গাই না সে' গান হয়নি যা গাওয়া ,
চাই না কভু হাত পেতে যা হয়নি কো পাওয়া ;
শব্দ খুঁজেও বৃথা ঘুরি না তারার দেশে ,
নিত্য নব সুরের ধারায় নিত্য যাই ভেসে ।
আমি যেমন তেমনই আমাতেই চুপ থাকি ,
ঘুম ভাঙায় রোজ ভোরে খুব একলা একটা পাখি ;
অনেক কথা বলি চুপ শুকতারাটার সনে ,
ওঠে না সূর্য তখনও পুবের গগনে ।
দেখতে পারিস আমার যে সুখ চাস যদি রে নিতে ,
যা পাবি কেউ পায় না এই এতটা পৃথিবীতে ;
কেউ জানে না আমার বুকে সুখটা কেমনধারা ,
আমি জানি , শ্মশান জানে , আর এক সাহারা ।
----------------------------------------------------------------