বাবলু বন্দ্যোপাধ্যায়। তমলুকস্বর্ণ ব্যবসায়ী সমীর পড়িয়া খুনের সাথে যুক্ত এক দুষ্কৃতিকারী ছাড়া অন্য খুনিদের ঘটনার একমাস ১০ দিন পর আজও পুলিশ ধরতে পারেনি। ওই নৃশংস খুনের ঘটনার সাথে যুক্ত সমস্ত দুষ্কৃতীদের গ্রেফতার ,অস্থায়ী প…
বাবলু বন্দ্যোপাধ্যায়। তমলুক
স্বর্ণ ব্যবসায়ী সমীর পড়িয়া খুনের সাথে যুক্ত এক দুষ্কৃতিকারী ছাড়া অন্য খুনিদের ঘটনার একমাস ১০ দিন পর আজও পুলিশ ধরতে পারেনি। ওই নৃশংস খুনের ঘটনার সাথে যুক্ত সমস্ত দুষ্কৃতীদের গ্রেফতার ,অস্থায়ী পুলিশ পিকের বসানো, পরিবারের লোকজন সহ এলাকার নাগরিকদের নিরাপত্তা ও সুরক্ষা সংক্রান্ত ছয় দফা দাবি নিয়ে এলাকায় গঠিত নাগরিক সুরক্ষা কমিটির পক্ষ থেকে নিমতৌড়িতে জেলার অতিরিক্ত পুলিশ সুপার( হেডকোয়ার্টার )এম এন হাসানের নিকট স্মারকলিপি দিল।প্রতিনিধি দলের ছিলেন কমিটির মুখপাত্র নারায়ণ চন্দ্র নায়ক, সহ-সভাপতি মধুসূদন বেরা প্রমুখ। উল্লেখ করা যায় ঘটনার দশ দিনের মাথায় হাওড়ার শ্যামপুরের এক অপরাধীকে ধরার পর এক মাস দশ দিন অতিবাহিত হওয়ার পরেও বাকি অপরাধীরা এখন অধরা। অবিলম্বে তাদের গ্রেফতার করার দাবি জানানো হয়েছে।