নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর.....সম্প্রতি পূর্ব ভারত হ্যাবিট স্পোর্টস ফেস্টিভাল পাওয়ার লিফটিং চ্যাম্পিয়নশিপ-২০২৪ অনুষ্ঠিত হলো কলকাতার বরানগরে। মেদিনীপুর শহরের সুপরিচিত ক্রীড়াচর্চা সংস্থা শক্তি সংঘ ব্যায়ামাগারের পক্ষ থেকে এই প্…
নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর.....সম্প্রতি পূর্ব ভারত হ্যাবিট স্পোর্টস ফেস্টিভাল পাওয়ার লিফটিং চ্যাম্পিয়নশিপ-২০২৪ অনুষ্ঠিত হলো কলকাতার বরানগরে। মেদিনীপুর শহরের সুপরিচিত ক্রীড়াচর্চা সংস্থা শক্তি সংঘ ব্যায়ামাগারের পক্ষ থেকে এই প্রতিযোগিতার যোগ দিয়েছিলেন ৩ জন প্রতিযোগী। এঁদের মধ্যে ১২০ কেজি উর্ধ্বে অনীশ সাউ প্রথম স্থান অধিকার করেন ও শুভজিৎ ধল তৃতীয় স্থান অধিকার করেন। উল্লেখ্য অনীশ সাউ একজন জুনিয়ার ন্যাশনাল গোল্ড মেডেলিস্ট এবং পাওয়ার লিফটিং এর বহু প্রতিযোগিতায় তিনি সফল হয়েছেন।
শক্তি সংঘ ব্যায়ামাগারের পক্ষ থেকে সম্পাদক পিন্টু সাউ সহ অন্যান্য কর্মকর্তাগণ সফল দুই প্রতিযোগীকে শুভেচ্ছা জানিয়েছেন।