Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

কেন্দ্রীয় বাজেটে ঘাটাল মাস্টার প্ল্যানে অর্থ বরাদ্ধ না হওয়ায় মানুষদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে পূর্ব মেদিনীপুর জেলায়

বাবলু বন্দ্যোপাধ্যায়।    তমলুককেন্দ্রীয় ও রাজ্য বাজেটে বহু প্রতীক্ষিত ঘাটাল মাস্টার প্ল্যানে অর্থ দাবি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ,কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকের ভারপ্রাপ্ত মন্ত্রী গজেন্দ্র সিং সেখাওয়াত , মুখ্যমন্ত্রী ম…



বাবলু বন্দ্যোপাধ্যায়।    তমলুক

কেন্দ্রীয় ও রাজ্য বাজেটে বহু প্রতীক্ষিত ঘাটাল মাস্টার প্ল্যানে অর্থ দাবি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ,কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকের ভারপ্রাপ্ত মন্ত্রী গজেন্দ্র সিং সেখাওয়াত , মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিকট স্মারকলিপি দেওয়া হয়েছিল। বৃহস্পতিবার অন্তর্বর্তী কেন্দ্রীয় বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এই প্রকল্পের বিষয়ে কোন উচ্চবাচ্য না করায় পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের প্রায় কুড়ি লক্ষাধিক বানভাসি মানুষের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার ১৩ টি ব্লকের স্থায়ী বন্যা নিয়ন্ত্রণে প্রায় কুড়ি লক্ষাধিক অধিবাসীদের প্রতি বছর বন্যার হাত থেকে মুক্তি দিতে তৈরি ঘাটাল মাস্টারপ্লানে কেন্দ্রীয় রাজ্য সরকার নানা অজুহাতে টালবাহানা করে আসছে দীর্ঘদিন ধরে, আশা ছিল এবারের বাজেটে টাকা বরাদ্দ হবে কিন্তু এবারও অবহেলিত করা হল বলে মন্তব্য করেন কমিটির যুগ্ম সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক ও দেবাশীষ মাইতি । ঘাটাল মাস্টার প্ল্যান ২০১৫ সালে গঙ্গা-বন্যা নিয়ন্ত্রণ কমিশন ও কেন্দ্রীয় সরকারের জল সম্পদ দপ্তরের ছাড়পত্র পায়। কেন্দ্র ও রাজ্য কোন সরকার এই প্রকল্পের জন্য কত টাকা দেবে তা নিয়ে চলে দড়ি টানাটানি। ২০২২ সালে প্রকল্পটি কেন্দ্রের ফ্যাট ম্যানেজমেন্ট এন্ড ইনভেস্টমেন্ট ক্লিয়ারেন্স কমিটির ছাড়পত্র পায়। সামনেই রাজ্য বাজেট কেন্দ্র সরকার এই প্রকল্পের জন্যে টাকা বরাদ্দ করেনি এই যুক্তি দিয়ে এবারের রাজ্য বাজেট বিষয়টি এড়িয়ে যায় কিনা  এটাই এখন চর্চিত বিষয় হয়ে উঠেছে সংশ্লিষ্ট এলাকায়।