Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

গ্রামীণ মেলায় সাহিত্য বাসরে বিবেকানন্দ নিয়ে চর্চা

বাবলু বন্দ্যোপাধ্যায়।    কোলাঘাটপূর্ব মেদিনীপুর জেলার কেটিপিপিতে শিল্প গ্রামীন মেলায় বিবেকানন্দের সমাজ জীবনের নানা দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনায় অংশ নিল বাংলার বিভিন্ন স্থান থেকে আগত কবি ও সাহিত্যিকরা শুক্রবার। বিবেকানন্দের জীবন আ…



বাবলু বন্দ্যোপাধ্যায়।    কোলাঘাট

পূর্ব মেদিনীপুর জেলার কেটিপিপিতে শিল্প গ্রামীন মেলায় বিবেকানন্দের সমাজ জীবনের নানা দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনায় অংশ নিল বাংলার বিভিন্ন স্থান থেকে আগত কবি ও সাহিত্যিকরা শুক্রবার। বিবেকানন্দের জীবন আদর্শকে সামনে রেখে যুব সমাজের প্রভাবের বিষয় নিয়ে আলোচনায় অংশ নিতে নেয় প্রাবন্ধিক সিদ্ধার্থ বাহুবলিন্দ্র, সাহিত্যিক সুকুমার মাইতি, মেলা কমিটির যুগ্ম সম্পাদক স্বরূপ মুখার্জি, মানস হোতা ,আহ্বায়ক ঘনশ্যাম বর্মন, কেটিপিপি হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষিকা মৌসুমী সেনগুপ্ত। মধুসূদন মঞ্চে বাংলার বিভিন্ন স্থান থেকে কবি ও সাহিত্যিকদের মধ্যে উপস্থিত ছিলেন প্রশান্ত শেখর ভৌমিক, মঙ্গলা প্রসাদ মাইতি, অমৃতা খেটো, মনোরঞ্জন খাঁড়া, আব্দুল মান্নান, মহাদেব চক্রবর্তী , অমৃত মাইতি সহ শতাধিক কবি ও সাহিত্যিক।