Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বিজ্ঞান মেলায় প্রজেক্ট প্রতিযোগিতায় কেটিপিপি স্কুলের অন্বেষা ও অর্ণবের সাফল্য

বাবলু বন্দ্যোপাধ্যায়।    কোলাঘাটপূর্ব মেদিনীপুর জেলার কেটিপিপি হাইস্কুলের দশম শ্রেণীর ছাত্রী অন্বেষা ব্যানার্জি কলকাতার বিড়লা ইন্ডাস্ট্রি অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়াম আয়োজিত পূর্ব ভারতের রাজ্যগুলি নিয়ে বিজ্ঞান মেলার প্রজেক…



বাবলু বন্দ্যোপাধ্যায়।    কোলাঘাট

পূর্ব মেদিনীপুর জেলার কেটিপিপি হাইস্কুলের দশম শ্রেণীর ছাত্রী অন্বেষা ব্যানার্জি কলকাতার বিড়লা ইন্ডাস্ট্রি অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়াম আয়োজিত পূর্ব ভারতের রাজ্যগুলি নিয়ে বিজ্ঞান মেলার প্রজেক্ট প্রতিযোগিতায় অংশ নিয়ে সাফল্য দেখাল। এই বিজ্ঞান মেলা পশ্চিমবঙ্গ বিহার উড়িষ্যা ও সিকিম সহ বিভিন্ন স্কুল এবং ইঞ্জিনিয়ারিং কলেজের প্রজেক্ট নিয়ে হাজির হয়েছিল ছাত্র-ছাত্রীরা। অন্বেষা যে প্রজেক্ট বিজ্ঞানমেলায় তুলে ধরেছিল তার বিষয়বস্তু ছিল 'ডিজিট্যালি নিরাপদ ঘর'। এই ঘরে কোন অবাঞ্ছিত অতিথি, চোর ডাকাত কিংবা কোন বন্যপ্রাণী ঢুকতে পারবে না। যদি কেউ বাড়িতে ঢোকার চেষ্টা করে তাহলে মোবাইলে সতর্ক আওয়াজ বেজে উঠবে। বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিকা মৌসুমী সেনগুপ্ত বৃহস্পতিবার স্কুলে জানান মডেলটি অন্বেষা ও অর্ণব দাসের চিন্তাভাবনার মধ্যে আসে। বাড়িতে অর্ণব অসুস্থ হয়ে যাওয়ায় মডেল প্রদর্শনী তে যেতে পারেননি ঠিকই তবে অন্বেষাকে স্কুলের পক্ষ থেকে বিভিন্নভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয় মডেল প্রদর্শনীর ক্ষেত্রে। রাজ্যে এই মডেল গ্রহণ যোগ্যতা পাওয়ায় স্কুলের শিক্ষকরা ও আনন্দিত।