Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

দেউলিয়ার জাতীয় সড়কে দুর্ঘটনা বাড়ছে, ফ্লাইওভারের দাবিতে বিডিওর এর কাছে ডেপুটেশন

বাবলু বন্দ্যোপাধ্যায়। কোলাঘাটপূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটের দেউলিয়া বাজারের ছ নম্বর জাতীয় সড়কে নিত্যদিনের দুর্ঘটনা মানুষকে আতঙ্কগ্রস্ত করে তুলেছে। বৃহস্পতিবার দেউলিয়া বাজার ফ্লাইওভার কাম সাবওয়ে নির্মাণ সংগ্রাম কমিটির পক্ষ…


 বাবলু বন্দ্যোপাধ্যায়। কোলাঘাট

পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটের দেউলিয়া বাজারের ছ নম্বর জাতীয় সড়কে নিত্যদিনের দুর্ঘটনা মানুষকে আতঙ্কগ্রস্ত করে তুলেছে। বৃহস্পতিবার দেউলিয়া বাজার ফ্লাইওভার কাম সাবওয়ে নির্মাণ সংগ্রাম কমিটির পক্ষ থেকে কোলাঘাটের ব্লক প্রশাসনিক আধিকারিক এর কাছে ডেপুটেশন দিল। বেশ কয়েকটি দাবির মধ্যে মূল দাবি ছিল অবিলম্বে দেউলিয়া বাজারের পথ চলতি মানুষ জনের সুবিধার্থে ফ্লাইওভারের ব্যবস্থা করতে হবে। ফ্লাইওভার নির্মাণের জন্য জাতীয় সড়কের দু'ধারে ব্যবসায়ীদের উচ্ছেদ করার কাজও সম্পন্ন হয়েছে। অবিলম্বে ফ্লাইওভার না হলে আরো বড় ধরনের দুর্ঘটনার মধ্যে পড়বে এলাকার মানুষজন। ডেপুটেশনে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক গৌরহরি পাল , সম্পাদক আনন্দ হান্ডা, সাদ্দাম হোসেন, মেঘনাথ খামরুই ,বিশ্বনাথ কান্ডার ,রাজকুমার মাজি, স্বদেশ রঞ্জন সাউ প্রমুখ। বিডিও অর্ঘ্য ঘোষ জানান বিষয়টি যাতে দ্রুত সম্পন্ন হয় সে বিষয়ে উর্ধ্বতন পক্ষের কাছে আবেদন জানাবেন।